চাঁপাইনবাবগঞ্জ জেলার দর্শনীয় স্থান
মহানন্দা নদীর অপরূপ সৌন্দর্য আর ফলের রাজা আমের শহর চাঁপাইনবাবগঞ্জ ঐতিহাসিক নিদর্শন ও প্রত্নসম্পদে সমৃদ্ধ একটি জেলা। প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের রাজধানী হিসেবে শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় নিদর্শন হিন্দু শাসন আমলে বিশেষ করে সেন বংশের শেষ রাজাদের খননকৃত দিঘী ও সুলতানী আমলে মুসলিম সুলতানদের নির্মিত মসজিদই এ উপজেলার প্রধান ঐতিহাসিক স্থাপনা। তাছাড়া বৃটিশ আমলে স্থানীয় জমিদারদেরও কিছু স্থাপনা শিবগঞ্জে দেখা যায়। চাঁপাইনবাবগঞ্জ জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে অন্যতম হলো বাবু ডাইং, মহানন্দা নদী, ২য় মহানন্দা সেতু, ঐতিহাসিক আলী শাহপুর মসজিদ, ষাঁড়বুরুজ, ছোট সোনা মসজিদ, দারাসবাড়ি মসজিদ, দারাস বাড়ি মাদ্রাসা ও চল্লিশঘর, খঞ্জনদীঘির মসজিদ, চামচিকা মসজিদ, তাহখানা কমপ্লেক্স, তিন গম্বুজ মসজিদ, শাহ্ নেয়ামতউল্লাহ (রহঃ) ও তাঁর মাজার, ধনাইচকের মসজিদ।
তিন গম্বুজ মসজিদ – চাঁপাইনবাবগঞ্জ
শিবগঞ্জ উপজেলা ফিরোজপুরস্থিত শাহ্ নেয়ামত উল্লাহ (রহঃ) প্রতিষ্ঠিত তিন গম্বুজ মসজিদটি মোঘল যুগের একটি বিশিষ্ট কীর্তি।
আরও পড়ুনশাহ নিয়ামত উল্লাহর মাজার – চাঁপাইনবাবগঞ্জ
তাহাখানার উত্তর পাশেই আছে একটি তিন গম্বুজ মসজিদ। আর মসজিদের উত্তর দিকে রয়েছে এই সাধক পুরুষের সমাধি।
আরও পড়ুনরহনপুর নওদা বুরুজ – চাঁপাইনবাবগঞ্জ
নওদা বুরুজ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে অবস্থিত বর্তমানে সর্ব প্রাচীন প্রত্নসম্পদ ও লুকায়িত ইতিহাস সমৃদ্ধ স্থান।
আরও পড়ুনবাবুডাইং – চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ঝিলিম ইউনিয়নের বাবুডাইংয়ে ২০০ একর খাস জমিতে গড়ে উঠেছে প্রকৃতির নৈসর্গিক পরিবেশ।
আরও পড়ুনতোহাখানা – চাঁপাইনবাবগঞ্জ
তোহাখানা একটি তিনতলা বিশিষ্ট রাজ প্রাসাদ। তোহাখানা ফার্সি শব্দ, যার আভিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। গৌড়-লখনৌতির …
আরও পড়ুনছোট সোনা মসজিদ – চাঁপাইনবাবগঞ্জ
ছোট সোনা মসজিদটিকে বলা হতো ‘গৌড়ের রত্ন’। মসজিদটির বাইরের দিকে সোনালী রঙ এর আস্তরণ ছিলো, সূর্যের আলো পড়লে এ রঙ সোনার মত ঝলমল করত।
আরও পড়ুন