শাহ নিয়ামত উল্লাহর মাজার – চাঁপাইনবাবগঞ্জ

বার আউলিয়ার দেশ বাংলাদেশ। এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছে অনেক সুফী সাধক। তার মধ্যে অন্যতম পীর শাহ নিয়ামত উল্লাহ ওয়ালী (Shah Niamat Ullahr Mazar )।

দিল্লির করনৌল প্রদেশের অধিবাসী শাহ নিয়ামত উল্লাহ ছিলেন একজন সাধক পুরুষ। কথিত আছে তিনি ছিলেন প্রচন্ড ভ্রমণ পাগল মানুষ। ভ্রমণ করতে করতে একসময় তিনি এসে উপস্থিত হন গৌড় এলাকায়। দেখা হয় তার সাথে বাংলার সুবেদার শাহ সুজার সাথে। শাহ সুজা তার গুণে মুগ্ধ হয়ে তার স্থায়ী বসবাসের জন্য গড়ে দেন তাহাখানা।

তাহাখানার উত্তর পাশেই আছে একটি তিন গম্বুজ মসজিদ। আর মসজিদের উত্তর দিকে রয়েছে এই সাধক পুরুষের সমাধি। সাধক পুরুষ হলেও উনি একধারে একজন কবিও ছিলেন। কাব্যের ছলে রেখে গেছেন অনেক ভবিষৎবাণী।

সময় পেলে ঘুরে আসতে পারেন এই সাধক পুরুষের সমাধিস্থল আর আশে পাশের স্থাপনা। ছোট সোনা মসজিদ, দারস বাড়ী মাদ্রাসা ছাড়াও আছে বেশ কয়েকটা প্রাচীন মসজিদ।

কিভাবে যাবেনঃ

ঢাকা থেকে কানসাটের বাসে কানসাট বাজার নামবেন। এখান থেকে অটোতে ছোট সোনা মসজিদ। এরপর সব গুলো স্থাপনা ঘোরার জন্য একটি ভ্যান ভাড়া করবেন।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: ভ্রমণ পাগল,
সর্বশেষ আপডেট হয়েছে: এপ্রিল 8, 2018

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.