বাবুডাইং – চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইংয়ে ২০০ একর খাস জমিতে গড়ে উঠেছে প্রকৃতির নৈসর্গিক এক মনোরম পরিবেশ। উচুঁ কয়েকটি টিলার জন্যই এক সময়ের বাবুডাঙ্গা এখন বাবুডাইং নামে পরিচিত।

ছোট বড় ২৬ টি টিলার সমন্বয়ে গঠিত বাবুডাইংয়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এলাকাটির সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে।২৫ বছর আগে এ এলাকায় বিভিন্ন প্রজাতির প্রায় দেড় লাখ গাছ রোপন করে বিএমডিএ। বর্তমানে মাত্র ২০ থেকে ২৫ হাজার গাছ রয়েছে। গাছ লাগানোর পাশাপাশি এখানে ৫টি পুকুরও খনন করা হয়।

প্রাকৃতিকভাবে গড়ে উঠা আড়াই কিলোমিটার দীর্ঘ লেকে একটি ক্রসড্যাম নির্মাণ করা হয়েছে, যা লেকের পানিকে জমিতে সেচ দেয়ার কাজে ব্যবহার করা হচ্ছে। এই ক্রসড্যামের পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ায় তা কৃত্রিম ঝর্নার মত দেখায়। চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও এর আশেপাশের জেলা থেকে দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে বাবুডাইংয়ের সৌন্দর্য দেখতে আসেন। শীত মৌসূমে লোকজনের আনাগোনা বছরের অন্য সময়ের চেয়ে অনেক বেড়ে যায়।

কিভাবে যাবেন

রেলপথে যেতে চাইলে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর স্টেশন থেকে প্রথমে রাজশাহী রেলওয়ে স্টেশনে নামতে হবে। সেখান থেকে বাসে চাঁপাইনবাবগঞ্জ।

সড়কপথে সরাসরি চাঁপাইনবাবগঞ্জে যাওয়া যায়। গ্রামীণ ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ, তুহিন এলিট, শ্যামলী মডার্ন, লতা, নাহার প্রভৃতি পরিবহনের বাসে যেতে পারেন। রাজধানীর কল্যাণপুর, কলাবাগান, গাবতলীসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে যায় এসব বাস। প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত আধঘণ্টা পরপর চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় বাসগুলো। জেলার অভ্যন্তরীণ যোগাযোগও সড়কপথনির্ভর।

চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড় থেকে অটোরিকশায় যাওয়া যাবে বাবুডাইং।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: আবদুর রহমান,
সর্বশেষ আপডেট হয়েছে: এপ্রিল 8, 2018

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.