জয়পুরহাট জেলার দর্শনীয় স্থান
জয়পুরহাট জেলার আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক নান্দনিক ও ঐতিহাসিক স্থান। এ জেলার দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ যে কোন ভ্রমণ পিপাসুকেই মুগ্ধ করবে । এ ছাড়াও অষ্টম শতাব্দীর পাল বংশীয় রাজা ধর্ম পালের পাহারপুর বৌদ্ধ বিহার, বাংলাদেশের অন্যতম স্থলবন্দর হিলিবন্দর, বেল আমলা বার শিবালয়, পাথরঘাটা মাজার, ভীমের পান্টি, নন্দাইল দীঘি, শিশু উদ্যান, দুয়ানী ঘাট বেশ জনপ্রিয় স্থান।
বার শিবালয় মন্দির – জয়পুরহাট
বার শিবালয় জয়পুরহাট জেলা থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে একটি অনন্য মন্দির যা যমুনার তীরে বেল-আমলা গ্রামে মন্দিরটি অবিস্থত।
আরও পড়ুনশিশু উদ্যান – জয়পুরহাট
জয়পুর রিসোর্ট বা শিশু উদ্যান জয়পুরহাট শহর থেকে এক কিলোমিটার উত্তর পশ্চিম কোনে বুলু পাড়ায় অবস্থিত।
আরও পড়ুননন্দাইল দীঘি – জয়পুরহাট
মৌর্য্য বংশের সম্রাট নান্দলাল এই দীঘি নির্মান করেন। ৬০ একর জায়গা জুড়ে বিসৃত এই দীঘিটির নামই নান্দাইল দীঘি।
আরও পড়ুনআছরাঙ্গা দীঘি – জয়পুরহাট
ক্ষেতলাল উপজেলায় অবস্থিত আছরাঙ্গা দীঘি একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান।
আরও পড়ুনহিন্দা-কসবা শাহী মসজিদ – জয়পুরহাট
হিন্দা-কসবা শাহী জামে মসজিদ জয়পুরহাট জেলায় অবস্থিত ইসলামী স্থাপত্য শিল্পের ছোয়ায় নির্মিত একটি প্রচীন মসজিদ।
আরও পড়ুনলকমা রাজবাড়ি – জয়পুরহাট
লকমা চৌধুরীর পরনাতীর কাছ থেকে জানা যায়, প্রায় ২০০-৩০০ বছর পূর্বে বাড়িটি নিমার্ণ হয় এবং বর্তমানে এখানে প্রায় ১৫ বিঘা জমি আছে
আরও পড়ুন