ঢাকা ভ্রমন
ঢাকা বাংলাদেশের রাজধানী ও প্রাচীন একটি বিভাগীয় শহর। কাল ক্রমে বাংলার রাজধানী বিভিন্ন জায়গায় স্থানান্তর হলেও বর্তমান ঢাকা বিভাগের বাহিরে যায়নি কখনো। তাই এই ঢাকা বিভাগে বিভিন্ন সময়ে গড়ে উঠেছে নানা দর্শনীয় স্থাপনা যা আজও বাংলার ইতিহাসের সাক্ষি। ঢাকা বিভাগের বিভিন্ন জেলা যেমনঃ কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা , নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শরিয়তপুর জেলার বিভিন্ন স্থানে ঘুড়ে দেখার মত স্থানের অভাব নেই বলে দেশের প্রতিটি অঞ্চলের তথা সারা বিশ্বের মানুষ বিনোদনের এবং ভ্রমনের জন্য প্রতিদিন এর বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করে।
ওয়ান্ডারেলা গ্রীন পার্ক – ঢাকা
দিগন্তজোড়া সবুজের মাঝে সারি সারি ফুল – ফলের বাগান, হেঁটে চলার প্রশস্ত রাস্তা, জলাধার ও পর্যাপ্ত পরিমাণে বসার ব্যবস্থা নিয়ে ঢাকার খুব কাছেই ওয়ান্ডারেলা গ্রীন পার্ক।
আরও পড়ুনমেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট – মুন্সীগঞ্জ
মেঘনা ব্রীজ থেকে মাত্র ১ কিলোমিটার দূরে বালুয়াকান্দিতে অবস্থিত মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট।
আরও পড়ুনমায়াদ্বীপ – নারায়ানগঞ্জ
মায়াদ্বীপ, মায় দিয়ে শুরু হওয়া এই দ্বীপটি হলো মেঘনা নদীর বুকে ভেসে ওঠা একটি দারুন সুন্দর চর এর নাম।
আরও পড়ুনসায়রা গার্ডেন রিসোর্ট – নারায়ণগঞ্জ
ঢাকা থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে প্রায় ৩০ বিঘা জমির উপর নির্মিত বিলাসবহুল সায়রা গার্ডেন রিসোর্ট (Shaira Garden Resorts)।
আরও পড়ুনএম জে হলিডে রিসোর্ট – মুন্সিগঞ্জ
সবুজে ঘেরা পরিবেশ বান্ধব এম জে হলিডে রিসোর্ট ঢাকাথেকে মাত্র ১ ঘন্টা দূরে মুন্সিগঞ্জ জেলার ইছাপুরায় অবস্থিত।
আরও পড়ুনবিজ্ঞান জাদুঘর – ঢাকা
প্রদর্শন উপযোগী প্রাকৃতিক সামগ্রী এবং স্থানীয় সৃষ্টিশীল বিজ্ঞানীদের অনুপ্রেরণা ও উদ্ভাবনমূলক কাজ সম্পাদনের জন্য এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়।
আরও পড়ুন