সাবাহ গার্ডেন রিসোর্ট- গাজীপুর

বিশ্বের বিভিন্ন নামি-দামি মনীষীর অমিয় বাণী দিয়ে পুরো রিসোর্টটি সাজিয়ে রাখা হয়েছে । রিসোর্টটির নাম সাবাহ গার্ডেন রিসোর্ট (Sabah Garden Resort)। দেশের একমাত্র রিসোর্ট এটি যেখানে রয়েছে একটি লাইব্রেরি। বিশ্বের নামি-দামি লেখকের বই রিসোর্টটিকে ভিন্ন রূপ এনে দিয়েছে।

বইপ্রেমীদের খুবই ভালো লাগবে জায়গাটি। নানান সব বিখ্যাত বইয়ের মাঝে সহজেই কেটে যাবে অবসর। বিখ্যাত সব মনীষীদের বিখ্যাত উক্তি, যা যে কোনো মানুষের জীবনের জন্যই দিক নির্দেশনা সেইসব বাণী দিয়ে সাজানো হয়েছে রিসোর্টের দেয়াল।

এখানে রয়েছে গ্রামের মাটির ও টিনের ঘর। ৩৬ বিঘার ওপর নির্মিত এই রিসোর্টসের বিভিন্ন লোকেশনে রয়েছে বড় বড় মনীষীদের প্রতিকৃতি। রয়েছে সৌন্দর্যমণ্ডিত কয়েকটি কটেজও। রয়েছে ৬টি ছোট-বড় পুকুর। রয়েছে বাঘ, হাতিসহ কয়েকটি প্রাণির প্রতিকৃতিও। বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি, বনজ গাছের সমন্বয়ে গড়ে উঠেছে সাবাহ গার্ডেন রিসোর্টস।

এর প্রধান আকর্ষণ বিস্তীর্ণ এলাকাজুড়ে সবুজের সমারোহ। আর এই সাবাহ গার্ডেন রিসোর্টটি প্রতিষ্ঠা করেন হাসান উদ্দিন সরকার। তিনি জানান, প্রকৃতির সঙ্গে বিনোদন, বই নিয়ে ব্যস্ত থাকার চিন্তার ফসল এটি।

ভাড়া : সাবাহ রিসোর্ট এ কটেজ তো ভাড়া নিতে পারবেনই। সমগ্র রিসোর্টটিও পিকনিক বা অন্যান্য অনুষ্ঠানের জন্য ভাড়া নিতে পারবেন। ভাড়া পড়বে ৬০-৭০ হাজার টাকা।

যোগাযোগ : ০২-৫৫০৩৫১৯৪, ০১৭১১৮৭৩৮৯৫।

যেভাবে যাবেন :

নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজার আসতে হবে। গাজীপুরের বাঘেরবাজার এলাকায় পৌঁছলে সহজেই এখানে আসতে পারবেন।এখানেই রিসোর্টটি অবস্থিত।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: আবদুর রহমান,
সর্বশেষ আপডেট হয়েছে: ফেব্রুয়ারি 3, 2018

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.