মেহেরুন শিশু পার্ক – নাটোর

মেহেরুন শিশু পার্ক ও মিনি চিড়িয়াখানা (Meherun Children Park and Mini Zoo) মূলত এটি একটি শুদ্ধ বিনোদন স্থান। কে.আর. মলিক ফাউন্ডেশনের অর্থায়নে গড়ে তোলা চুয়াডাঙ্গার দামুড়হদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের এই পার্কটি এখন ক্রমেই এলাকার মানুষের কাছে চিত্তবিনোদনের জন্য আকর্ষণীয় স্থানে পরিণত হয়ে উঠেছে। প্রতিদিনই সেখানে বাড়ছে বিনোদন প্রত্যাশী মানুষের সংখ্যা।

চুয়াডাঙ্গা শহর থেকে পার্কটির দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। প্রায় ২৫ বছর আগে এমন একটি পার্ক গড়ে তোলার প্রস্তুতি শুরু হয়। বর্তমানে প্রায় ৬০ বিঘা জমি নিয়ে ১২ কোটি টাকা ব্যয়ে পার্কটি গড়ে তোলা হয়েছে। পার্কে শিশুসহ সকল বয়সের মানুষের বিনোদনের জন্য বিভিন্ন রাইড, ঘোড়ার গাড়ি এবং জীবজন্তুর ভাস্কর্য রয়েছে।

সেখানে আরো দৃষ্টি নন্দন ভাস্কর্য তৈরির কাজ চলছে। একইসঙ্গে পার্ক এলাকা বিস্তৃত করার কাজ চলছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, সেখানে উন্নতমানের রিসোর্ট এবং গেস্ট হাউস নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। পার্কের ভেতরে এলাকার কিশোর-কিশোরীদের উন্নত শিক্ষার জন্য একটি ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে তোলারও পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি সেখানে বাড়তি আকর্ষণ হিসেবে রাখা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প। সেখানে বোনা হচ্ছে নানান ডিজাইনের শাড়ি ও লুঙ্গী। স্বল্প মূল্যে দর্শনার্থীরা এগুলো ক্রয় করতে পারেন। সেখানে এ বিষয়ে প্রশিক্ষণেরও সুযোগ রয়েছে।

কিভাবে যাবেন

জেলার বাইরে থেকে যারা এই পার্কে আসতে চান তাদের চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের ভালাইপুর মোড় আসতে হবে। সেখান থেকে অটোরিকশায় রামনগর গ্রাম হয়ে ইব্রাহিমপুর আসতে হবে। ভাড়া ১০ থেকে ২০ টাকা। এই গ্রামেই পার্কটির অবস্থান। পার্কের প্রবেশ মূল্য ১০ টাকা। বিভিন্ন রাইডে চড়তে হলে ১০ থেকে ৩০ টাকা লাগবে। পিকনিকের জন্য আসা যানবাহনের ক্ষেত্রে আলাদা প্রবেশ মূল্য রয়েছে।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: আবদুর রহমান,
সর্বশেষ আপডেট হয়েছে: এপ্রিল 9, 2018

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.