ডাইনো পার্ক – কুমিল্লা

ইাতহাস, ঐতিহ্য ও পুরাকৃর্তির শহর কুমিল্লার লালমাই পাহাড়ের ১২ একর জায়গা নিয়ে ভ্রমন, শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে তৈরি কুমিল্লার প্রথম থিম পার্ক ডাইনো পার্ক (Dino Park)।  কুমিল্লার বিনোদনের প্রানকেন্দ্র কোটবাড়ির জামমূড়ার নির্মিত এই মনোমুগ্ধকর পার্কটিতে দেখা মিলবে হাজার বছর আগে বিলুপ্ত হওয়া প্রাণী ডাইনোসরের। সুনিবিড় ছায়া ঘেরা পাক – পাখালির কলকাকুলিতে মুখরিত এ  বিনোদন কেন্দ্রের নাম ডাইনোসর পার্ক হলেও ডাইনো পার্ক নামে সবার কাছে পরিচিত।

সমতল ভূমি থেকে এ পার্কের উচ্চতা ৪৫ ফুট ওপরে। তারও ওপরে রয়েছে প্যারিজ হুইল, যা আই অব লালমাই নামে পরিচিত। ওই রাইড থেকে ১০০ ফুট ওপরে লালমাই পাহাড়ের মনভোলানো রূপ দেখা যায়। ডাইনোসর দেখার পর দক্ষিণ দিকের টিলায় ওঠার জন্য ৪০টি সিঁড়ি বেয়ে উঠতে হবে। এ ডাইনো পার্কের প্রধান আকর্ষণ হচ্ছে চীন থেকে আমদানীকৃত ডাইনোসর গুলো।  পাহাড়ের উঁচুনিচু টিলার ওপর রাখা ডাইনোসরগুলো সুইচ টিপলেই গর্জন করে, লেজ নাড়ে আর চোখ ঘুরায়।  প্রতিটি ডাইনোসরের নিচে ইতিহাস রয়েছে। এর পাশেই কৃত্রিম ঝরনা।

কেবল ডাইনোসর দেখা নয়, এখানে  বেড়াতে আসা সকলের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। রাইডস গুলোর মধ্যে থাকছে বাম্পার কার, রোলার কোষ্টার, ফেরিস হুইল, মেরিগো রাউন্ড সহ আরো অনেক কিছু আর সাথে কিডস জোন তো রয়েছেই।

ডাইনো পার্কে বেড়াতে আসা সকলের জন্য পার্কের ভিতরেই মনোরম পরিবেশে খাবারের ব্যবস্থা আছে। সাথে আছে পার্কিং ও পিকনিকের ব্যবস্থা।

 ডাইনো পার্কের প্রবেশ ফি –

ডাইনো পার্কে প্রবেশ ও  ডাইনো জোনের ফি – ২০০ টাকা।  এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন রাইডের সমন্বয়ে প্যাকেজ ও অফার  দেওয়া হয় ।বড়দের জন্য রাইডের ফি ১০০ টাকা, ছোটদের জন্য ৫০ টাকা।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পার্ক খোলা থাকে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন – 01873-200175

কিভাবে যাবেন –

ঢাকা যাত্রাবাড়ি থেকেএশিয়া ট্রান্সপোর্ট, এশিয়া লাইন বা তিশা ট্রান্সপোর্ট (এসি,নন-এসি দুটুই আছে), কমলাপুর থেকে রয়েল কোচ এয়ার কন্ডিশেন করে আসতে পারেন । রয়েল কোচ অনেক কমফোর্টেবল কিন্তু স্লো। যেকোনটিতে ঊঠে পড়ুন, আসার সময় দেখবেন বুড়িগঙ্গা ব্রিজ, মেঘনা ব্রিজ, দাউদকান্দি ব্রিজ আর দুপাশের রাস্তায় সকালের সুর্যিমামার আলোরশ্মি আপনাকে বিমহিত করবেই । আপনি প্রকৃতিপ্রেমি বিদায় নয়ন জুড়ানোর জন্য অন্য কিছু প্রয়োজন হবে না। দেখতে দেখতে চলে আসবেন কুমিল্লা ক্যান্টনমেন্ট এসে নেমে যাবেন অথবা কোটবাড়ি বিশ্বরোডে ও নামতে পারেন। ভাড়া নেবে ২০০-২৫০ টাকা পর্যন্ত। ২ থেকে ২.৫ ঘন্টা সময় লাগবে।

কোটবাড়ি বিশ্বরোডে থেকে কোটবাড়ি যেতে সি.এন.জিতে জনপ্রতি ভাড়া পড়বে ২০/৩০। কোটবাড়ি থেকে সি.এন.জিতে কিংবা আটোতে করে যেতে পারেন ডাইনো পার্ক।

এ ছাড়া কুমিল্লা শহর থেকে ২২০ টাকায় সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেও যাওয়া যায়।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: আবদুর রহমান,
সর্বশেষ আপডেট হয়েছে: এপ্রিল 19, 2018

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.