গাইবান্ধা পৌরপার্ক – গাইবান্ধা

গাইবান্ধা পৌর পার্ক (Gaibandha Pouro Park) গাইবান্ধা পৌরসভার নিয়ন্ত্রধিন একটি উন্মুক্ত স্থান ও সামাজিক বিনোদন কেন্দ্র। একটি পুকুরকে কেন্দ্র করে চারপাশে বিভিন্ন রকমের ফুল, ফল ও কাঠ গাছ দিয়ে ঘেড়া এ পুকুরের একপাশে রয়েছে সান বাধানো ঘাট। পুকুরের মাঝে রয়েছে পানির ফোয়ার যেখানে ছন্দের তালে তালে দোল খায় ক্ষুদ্র জলকনা। দৃষ্টি দন্দন এ পুকুরের পারপাশেই রয়েছে দর্শনার্থীদের বসার ব্যবস্থা যেখানে বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে দর্শনার্থীদের সংখ্যা।

নির্মল বিনোদন, খোলা আকাশ, বিশুদ্ধ বাতাস ও প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষ গাইবান্ধা পৌরপার্কে (Gaibandha Municipal Park) ভীড় করে সব সময়।

কিভাবে যাবেনঃ

গাইবান্ধা জেলা বাসস্ট্যান্ড হতে রিক্সা, অটো রিক্সা যোগে গাইবান্ধা পৌরপার্ক যাওয়া যায়।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: সাফায়েত,
সর্বশেষ আপডেট হয়েছে: মার্চ 14, 2018

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.