খয়রান ব্রীজ – পাবনা

পর্যটকদের ভিড়ে মুখরিত পাবনা জেলারসুজানগর উপজেলার গাজনার বিলের খয়রান ব্রিজভ্রমণ(Khayran Bridge) পিপাসু পর্যটকদের ভিড়ে পাবনারসুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিল মুখরিত হয়ে উঠছে। প্রতি বছর বর্ষা মৌসুমহাজির হলেই বর্ষার নতুন পানিতে গাজনার বিল থৈ থৈ করে। এ সময় চারিদিকে সবুজ শ্যামল গ্রাম বেষ্টিত বিশাল বিস্তৃত গাজনার বিল সত্যিই অপরূপ সৌন্দর্য ধারণ করে। এ সময় দূর-দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসেন গাজনার বিল ভ্রমণে। তা ছাড়া গাজনারবিলের মাঝ দিয়ে চলে গেছে উপজেলার সাতবাড়ীয়া-চিন াখড়া প্রধান সড়ক। আর ওই সড়কের মাঝে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ব্রিজ। একসময়ে ব্রিজটি পানি প্রবাহ এবং মানুষ ও যানবাহন তথা নৌকা চলাচলের জন্য নির্মাণ করা হলেও সময়ের পরিক্রমায় ব্রিজটি পিকনিক স্পটে পরিণত হয়েছে।প্রতি বছর বর্ষার এই মৌসুম শুরু হলেই সুজানগর উপজেলাসহ দূর-দূরান্তের হাজার হাজার পর্যটক আনন্দ ভ্রমণ করতে ওই বিলে ছুটে আসেন। এসব পর্যটকরা ব্রিজটির ওপরে মাইক ও সাউন্ড বক্স বাজিয়ে হৈ চৈ করে গাজনার বিলের সৌন্দর্য উপভোগ করেন। তা ছাড়া পর্যটকদের বিল ভ্রমণের জন্য ব্রিজের পাশেই রাখা হয়েছে ইঞ্জিনচালিত নৌকা ও স্পীডবোড। ভ্রমণ পিপাসু পর্যটকরা বাণিজ্যিকভাবে চালানো ওই সকল নৌকা ও স্পীডবোড ভাড়া করে ইচ্ছামত বিল ঘুরে দেখেন।অনেকে আবার পরিবার পরিজন নিয়ে বিলের স্বচ্ছ পানিতে নেমে সাঁতার কেটেও আনন্দ করেন। বিলপাড়ের মানুষও বিল ভ্রমণ থেকে পিছিয়ে নেই। তারা বিকাল হলেই নিজস্ব নৌকা নিয়ে
বিলে ঘুরতে বেড়িয়ে পড়েন। তারা সূর্যাস্তের আগ পর্যন্ত বিলে আনন্দ ভ্রমণ করেন। বিলে আনন্দ ভ্রমণে আসা পর্যটকরা জানান, বিলটি ঘিরে পর্যটন
কেন্দ্র গড়ে তোলা সম্ভব। তবে এ জন্য প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। বিলে সারা বছর পানি ধরে রাখার ব্যবস্থা করাসহ বিলের চারিদিকে পরিকল্পিত পিকনিক স্পট এবং আবাসন সুবিধা গড়ে তোলা।

কিভাবে যাবেন

গাজনার বিল (খয়রান ব্রীজ),সুজানগর,পাবনা।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: আবদুর রহমান,
সর্বশেষ আপডেট হয়েছে: ফেব্রুয়ারি 21, 2018

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.