উপজাতীয় কালচারাল একাডেমী – নেত্রকোনা

উপজাতীয় কালচারাল একাডেমী(Upojatio Cultural Academy) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত। গারো, হাজং, কোচ, বানাই, হদি, মান্দাই প্রভৃতি নৃগোষ্ঠী অনাদিকাল থেকে নিজস্ব জীবন ও সমাজ তথা ভাষা, ধর্ম ও সংস্কৃতি লালন করে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলিতে বসবাস করে আসছে। এই সকল নৃগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির চর্চা, সংরক্ষণ ও উন্নয়নের জন্য ১৯৭৭ সালে উপজাতীয় কালচারাল একাডেমী প্রতিষ্ঠিত হয়। এর প্রথম পরিচালক ছিলেন সিস বিভা সাংমা।

এ প্রতিষ্ঠানটি ৩.২১ একর জমির উপর প্রতিষ্ঠিত। এর চারটি শাখা রয়েছে। ক) সংস্কৃতি খ) গবেষণা গ) লাইব্রেরি ও ঘ) জাদুঘর। এটি একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। এ প্রতিষ্ঠান উপজাতীয় সংস্কৃতিকে প্রতিপালনের মাধ্যমে আমাদের জাতীয় সংস্কৃতির সাথে সম্পৃক্ত করে বৃহত্তর জনগোষ্ঠীর সম্মুখে তুলে ধরার দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমানে যতীন্দ্র চিসিম কালচারাল একাডেমীর পরিচালকের দায়িত্ব পালন করছেন।

কিভাবে যাবেন

উপজাতীয় কালচারাল একাডেমী নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: আবদুর রহমান,
সর্বশেষ আপডেট হয়েছে: ফেব্রুয়ারি 27, 2018

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.