উৎসব রিসোর্ট – গাজীপুর

ঢাকা থেকে মাত্র ৫২ কিলোমিটার দূরে উৎসব রিসোর্ট (Utshob Picnic Spot and Resort) অবস্থিত। গাজীপুর জেলার হোতাপাড়া এলাকায় ব্যক্তি মালিকানায় ২০০৫ সালে যাত্রা শুরু করে এই রিসোর্টটি। ১২ বিঘা জমির উপর অবস্থিত এ স্পটের ৪টি কটেজের মধ্যে ৩টি কটেজই পিকনিক পার্টির জন্য উন্মুক্ত।

গ্রামীণ পরিবেশে ফুল ও ফল গাছে সাজানো উৎসব পিকনিক স্পটটি পিকনিক কিংবা পারিবারিক ভ্রমণে সবারই ভাল লাগবে। এখানে এসি এবং নন এসি সহ মোট ১৫টি রুম আছে।

রিসোর্টে দুইটি সুইমিংপুল, একটি জিম হেলথ ক্লাব, একটি ম্যাসেজ পার্লার, একটি রেস্টুরেন্ট, একটি বেকারী, একটি বার ও দুইটি ডিসকো ব্যবস্থা আছে। এছাড়া সব ধরণের খেলার সুবিধা পাবেন এই রিসোর্টে।

কিভাবে যাবেন:

উৎসব রিসোর্ট যাওয়া খুব বেশি কঠিন নয়। ঢাকা থেকে শ্রীপুরগামী বাসে হোতাপাড়া বাস স্ট্যান্ড নেমে সহজে যাওয়া যায় এই রিসোর্টে।

যোগাযোগ-

২৭৮/এ, এলিফ্যান্টরোড, ঢাকা- ১২০৫
০১৭১৩-০১৪৪৫৯১
০২- ৮৬২৬৩৭৬, ৯৬৬৩৬৭, ৮৮২৫৩৩৫

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: আবদুর রহমান,
সর্বশেষ আপডেট হয়েছে: ফেব্রুয়ারি 3, 2018

উৎসব রিসোর্ট – গাজীপুর, সম্পর্কে পর্যটকদের রিভিউ।

  1. কেউই এখানে জােবেন না।কারণ এটা ২০০৫ শুরু হলেও ২০১৫’মধ্যে এটি বন্ধ হয়ে গেছে। কেউই আমার মত গিয়ে বিপদে পড়বেন না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.