উলপুর জমিদার বাড়ী – গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা সদর থেকে প্রায় ৮কিঃমিঃ উত্তরে উলপুর গ্রামে অবস্থিত প্রচীন বাংলার ইতিহাসের অনবদ্য সাক্ষি উলপুর জমিদার বাড়ী (Ulipur Zamindar Bari)। বাংলার ইতিহাস থেকে জমিদারী প্রথা কালের গর্ভে হারিয়ে গেলেও জমিদারদের নির্মানকরা বিল্ডিং গুলো কালের সাক্ষী হয়ে দাড়িয়ে রয়েছে স্বগর্বে, ইতিহাসের সাক্ষি হয়ে। গ্রামটিতে এখনো টিকে আছে শতাব্দী প্রাচীন বেশ কয়েকটি বৃহদাকার দালান কোঠা। এর মধ্যে ৭/৮টি রয়েছে দোতালা দালান।

জমিদারদের নির্মান করা  বিল্ডিং গুলো বর্তমানে উলপুর তহশীল অফিস, পুরানো ইউনিয়ন বোর্ড অফিসসহ স্বাস্থ্য কেন্দ্র, সাব পোষ্ট অফিস, পুরানো সরকারী শিশু সদন হিসেবে ব্যবহৃত হচ্ছে।

কিভাবে যাওয়া যায়:

গোপালগঞ্জ কুয়াডাংগা বাসস্ট্যান্ড থেকে বাস যোগে উলপুর। তার পর সেখান থেকে যে কাউকে জমিদার বাড়ীর কথা জিজ্ঞাসা করলেই আপনাকে নিয়ে যাবে উলপুর জমিদার বাড়ী।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: আবদুর রহমান,
সর্বশেষ আপডেট হয়েছে: ফেব্রুয়ারি 6, 2018

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.