বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের বাড়িতে গড়ে তোলা হয়েছে সুলতান কমপ্লেক্স (Sultan Complex)। চিত্রা নদীর পাড়ে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকার মনোরম পরিবেশে এই কমপ্লেক্সের অবস্থান। প্রায় ২৭ একর জায়গার উপরে প্রতিষ্ঠিত এ কমপ্লেক্সের ভেতরেই চিরনিদ্রায় শায়িত আছেন শিল্পী।
সমাধি সৌধের সামনেই রয়েছে সুলতানের আদি বাসস্থানের খানিক অংশ। এর পিছনে দ্বিতল আধুনিক ফটোগ্যালারিতে সুলতানের দুর্লভ কিছু চিত্রকর্ম ও ব্যবহার্য জিনিসপত্রগুলি সংরক্ষণ করে রাখা আছে। সুলতানের দুর্লভ সব চিত্র কর্মগুলি দেখার জন্য প্রতিদিনই গ্যালারি খোলা থাকে।
দুর্লভ নানা প্রজাতির গাছের সমারহ ও লাল সিরামিকে মোড়া এই কমপ্লেক্স শান্ত, নিরিবিলি পরিবেশ আর অপূর্ব সব চিত্রকর্ম সুলতান কমপ্লেক্সের মর্যাদা বাড়িয়ে দিয়েছে বহুগুন।
সুলতান শিশুদের ছবি আঁকানো শিখানোর জন্য নদীতে তৈরী করেছিলেন বজরা “শিশু স্বর্গ”। শিল্পীর তৈরী সেই শিশুস্বর্গটি কমপ্লেক্সের পাশেই চিত্রানদীর ধারে সংরক্ষণ করা হয়েছে । এই কমপ্লেক্সটির সংলগ্ন এলাকাতে শিল্পীর দেয়া নামে প্রতিষ্ঠা করা হয়েছে শিশুস্বর্গ – যেখানে ছোট ছোট বাচ্চাদের ছবি আঁকা শেখানো হয় ।
সরকারি ছুটি ছাড়া প্রতিদিনই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে সুলতান কমপ্লেক্স। প্রতি বছর ১ আগস্ট শিল্পীর জন্মদিন উপলক্ষে চিত্রা নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ ও সুলতান কমপ্লেক্সে আয়োজন করা হয় সাত দিনব্যাপী ‘সুলতান মেলা´র।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন – কিউরেটর, সুলতান কমপ্লেক্স, ফোন-০১৭১৮৩৮৪৭৪৪।
কিভাবে যাবেন
সুলতান কমপ্লেক্স যাওয়ার জন্য দেশের যেকোনো প্রান্ত থেকে নড়াইল সদরে এসে, বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইত্যাদি যে কোন যানবাহন নিয়ে নড়াইল শহর থেকে মাছিমদিয়া যেতে হবে আপনাকে।
কোথায় থাকবেন –
মাছিমদিয়া থাকার কোন ব্যবস্থা নেই তাই আপনাকে নড়াইল শহরেই থাকতে হবে। নড়াইল শহরে বেশ কিছু আধুনিক মানের হোটেল ও আবাসিক ব্যবস্থা রয়েছে।
- সম্রাট আবাসিক হোটেল। যোগাযোগঃ ০১১৯৮০৫২৭৮৯
- মডার্ন আবাসিক হোটেল। যোগাযোগঃ ০১৯১৭৮৩৫০২৮
- সার্কিট হাউজ । যোগাযোগঃ ০৪৮১-৬২২৬৮