রেজা খোদা মসজিদ – বাগেরহাট

রেজা খোদা মসজিদ(Reza Khoda Mosjid) বা ছয় গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার সদর উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা।

১৫ শতকে নির্মিত রেজা খোদার মসজিদের দেয়ালে কিছু অংশ টিকে আছে। মসজিদটির ১.৭৪ মি মোটা দেয়ালসহ এর বাইরের দিকের পরিমাপ ১৬.৫ মি × ১২.৪ মি । পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণে দুটি করে খিলানের সাহায্যে তৈরি দরজা ছিলো। পূর্ব দিকের প্রধান দরজার উচ্চতা ছিল প্রায় ৪.৭২ মি। মসজিদের চারকোণে চারটি অষ্টভুজাকৃতির বুরুজ ছিল। পূর্বদিকের দরজাগুলোর সোজাসুজি পশ্চিম দেয়ালে তিনটি অলঙ্কৃত মিহরাব নির্মিত হয়েছিল, যা এখনও বিদ্যমান আছে। মাঝের মেহরাবটি অন্য দুটির তুলনায় বড়। প্রতিটি মেহরাবের র্পাশ্বে জাঁকালোভাবে অলঙ্কৃত অষ্টভুজাকৃতির দেওয়াল সন্নিহিত স্তম্ভ রয়েছে।চলাচলের সুবিধার জন্য দেয়ালের ফাঁকে টেরাকোটার জালি স্থাপন করা হয়েছিলো।

 

কিভাবে যাবেনঃ

বাগেরহাট শহর থেকে বাসে অথবা সিএনজিতে করে খানজাহান আলীর মাজারে নামলেই রেজা খোদা মসজিদের কাছে যাওয়া যাবে।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: সাফায়েত,
সর্বশেষ আপডেট হয়েছে: ফেব্রুয়ারি 24, 2018

রেজা খোদা মসজিদ – বাগেরহাট, সম্পর্কে পর্যটকদের রিভিউ।

    1. সুন্দর পরামর্শ ও আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুগল ম্যাপ নিয়ে আমরা পরিক্ষামূলক কাজ করতেছি। আশা করছি খুব শিগ্রই নতুন কিছু সংযোজন করতে পারব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.