শেরপুর শহরের প্রাণকেন্দ্রে শেরপুর সরকারি কলেজর দক্ষিণ-পশ্চিম পাশে মাই সাহেবা মসজিদ (Mysaheba Jame Masque) অবস্থিত। শেরপুর শহরের প্রবেশের সময় এর মিনার দুটি অনেক দূর থেকে দেখা যায়। এবং শহরে প্রবেশের পর যে কারো এই মসজিদটি দৃষ্টি কাড়ে।
আনুমানিক ২৫০ বৎসর পূর্বে নির্মিত এই মাই সাহেবা মসজিদটি (Mai Saheba Masjid) জেলার একটি প্রাচীন নিদর্শন। বক্রাকারে খিলানের ব্যবহার এবং সুউচ্চ মীনার ২টি সত্যি দৃষ্টিনন্দিত। স্থাপত্য কলার আধুনিক পরিবর্তন লক্ষ্য করা যায় এই মসজিদটিতে।
প্রিয় পাঠক, উক্ত স্থান সম্পর্কে আপনার কাছে আরো কোন তথ্য থাকলে আমাদের অবহিত করুন। আমাদের ইমেইল করুন – info@tourtoday.com.bd