প্রাকৃতিক সমৃদ্ধ হবিগঞ্জে এ (১) রশিদপুর (আবিষ্কার ১৯৬০), (২) হবিগঞ্জ (আবিষ্কার ১৯৬৩) ও (৩) বিবিয়ানা (আবিষ্কার ১৯৯৮) এই ৩টি গ্যাসক্ষেত্র রয়েছে। দেশের বৃহত্তম বিবিয়ানা গ্যাসক্ষেত্র(Bibiyana Gas Field) দৈনন্দিন জাতীয় চাহিদার প্রায় ৪০% যোগান দেয়।এই ৩টি গ্যাসক্ষেত্রে প্রায় ৮ ত্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে।