ফরিদপুর পৌর শেখ রাসেল শিশুপার্ক (Faridpur Poura Sheikh Rasel Shishu Park) ফরিদপুর বাসীর নির্মল বিনোদন কেন্দ্র ও আকর্ষনীয় স্থান। ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় ১৪ একর জমির উপর ওয়ান্ডারল্যান্ড ও পৌরসভার যৌথ উদ্যোগে এ শিশু পার্ক নির্মনা করা হয়। এই বিনোদন কেন্দ্রটি শুধু দেশের শ্রেষ্ঠ পার্কই নয় বরং এটি বিশ্বমানের একটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি ।
কিভাবে যাবেন
ফরিদপুর শহরের যে কোন স্থান থেকে রিক্সা কিংবা অটোতে করে ফরিদপুর পৌর শেখ রাসেল শিশুপার্ক যাওয়া যায়।