জাম্বুরি পার্ক – চট্টগ্রাম

জাম্বুরি পার্ক (Jamboree Park) চট্টগ্রামের সবচেয়ে আধুনিক পার্ক । সাড়ে ৮ একর জমির ওপর ৮ ফুট উঁচু দৃষ্টিনন্দন ফেন্সিংয়ের ভেতর ৮ হাজার রানিং ফুটের ওয়াকওয়ে। সাড়ে ৩ ফুট গভীর ৫০ হাজার বর্গফুটের কৃত্রিম লেক বা ওয়াটার বডি। মাঠজুড়ে সাড়ে পাঁচশ’ এলইডি লাইট। এখানকার সবচেয়ে সুন্দর মুহূর্ত সন্ধ্যার পর।তখন রঙিন আলোয় ঝলমলে করে এই মাঠ। উঁচু ভবন থেকে তাকালে তখন পুরো জায়গাটিকে লাগে নজরকাড়া।এ যেন আলো-আঁধারের কাব্য!

জমির জমির ওপর রোপণ করা হয়েছে ৬৫ প্রজাতির ১০ হাজার গাছের চারা। এর মধ্যে আছে সোনালু, নাগেশ্বর, চাঁপা, রাধাচূড়া, বকুল, শিউলি, সাইকাস, টগর, জারুলসহ বিভিন্ন প্রজাতির গাছ। আছে পাঁচ শতাধিক দেশি-বিদেশি উদ্ভিদরাজি।  খোলা চত্বরে লাগানো হয়েছে বিভিন্ন জাতের সবুজ ঘাস।  পার্কে বসার সুুযোগও রাখা হয়েছে। আর শুধু হাঁটার জন্য রাখা হয়েছে ৮ হাজার ফুট পথ। মাঝে ২টি বড় ফোয়ারা ।   দৃষ্টিনন্দন এ ফোয়ারা যে কারো নজর কাড়বেই। পার্কের চার কর্নারে রয়েছে চারটি স্থাপনা। এর মধ্যে উত্তর-পূর্ব কোণ ও দক্ষিণ-পশ্চিম কোণে পার্কের অতিথিদের জন্য রাখা হয়েছে আধুনিক শৌচাগার। পার্কে প্রবেশের জন্য রয়েছে ছয়টি ফটক। উত্তর পাশে দুটি, দক্ষিণ পাশে দুটি, পূর্ব পাশে ১০ তলা ভবনের ফটকের সামনে একটি, পশ্চিম পাশে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে একটি বড় আকারের ফটক আছে।  উত্তর পাশে ২টি, দক্ষিণ পাশে ২টি, পূর্ব পাশে দশতলা ভবনের ফটকের সামনে একটি, পশ্চিম পাশে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে একটি বড় আকারের ফটক রাখা হয়েছে। উত্তর-পূর্ব কোণ ও দক্ষিণ-পশ্চিম কোণে পার্কের অতিথিদের জন্য রাখা হয়েছে আধুনিক শৌচাগার। মাঝ বরাবর আছে দুইটি মাল্টি পারপাস ছাউনি। যেখানে একটি ফোয়ারাগুলোর কনট্রোল রুম ও অপরটি পাম্প হাউস হিসেবে ব্যবহৃত হবে। দক্ষিণ-পূর্ব কোণে একটি বিদ্যুতের সাব স্টেশন। মাঠের প্রান্তে অতিথিদের বিশ্রামের জন্য রাখা হয়েছে কিছু স্থায়ী বেঞ্চ ও তিনটি দুই ধাপের গ্যালারি।

নিরাপত্তার জন্য বসানো হয়েছে ১৪টি ক্লোজসার্কিট ক্যামেরা। জলাধারের পাশে রয়েছে দুটি পাম্প হাউস। বৃষ্টি ও জোয়ারের পানি থেকে সুরক্ষার জন্য পুরো পার্কটি সড়ক থেকে তিন ফুট উঁচু করা হয়েছে। পার্কের ভেতরের ও বাইরের পানি নিষ্কাশনের জন্য রয়েছে অভ্যন্তরীণ মাস্টার ড্রেন।

ছুটির দিনসহ প্রতিদিন সকাল থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে পার্ক। কিন্তু সেখানে খাবার নেওয়া যাবে না। জলাধারে গোসল করা যাবে না। গাছের ক্ষতি করা যাবে না।

 

জাম্বুরি পার্ক কিভাবে যাবেনঃ

ঢাকা থেকে চট্রগ্রাম জিইসি মোড় নেমে লোকাল বাসে আগ্রাবাদ বাদামতল মোড় নামবেন। সেখান থেকে হেটে বা রিকশাযোগে জাম্বুরী পার্ক। অথবা চট্টগ্রামের যে কোন জায়গা থেকে সিএনজি বা গাড়ি রিজার্ভ করে সরাসরি জাম্বুরি পার্কে আসা যাবে।

টিপসঃ 
১। নতুন পার্ক ও এন্ট্রি ফ্রি হওয়ায় ছুটির দিনে প্রচন্ড ভিড় থাকে। তাই ছুটির দিনগুলো এভয়েড করবেন।
২। রাতের আলোতে পার্কটি না দেখলে প্রকৃত সৌন্দর্য্য বুঝা যাবে না। তাই বিকেলে পার্কে যাওয়া উত্তম সময়।

যেকোন ভ্রমণ স্পটে গিয়ে আশেপাশের পরিবেশ সুন্দর রাখুন। আর একজন ময়লা ফেলতেছে বলে তাকে অনুকরণ না করে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য সচেতন করুণ।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: আবদুর রহমান,
সর্বশেষ আপডেট হয়েছে: সেপ্টেম্বর 17, 2018

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.