যশোর কালেক্টরেট ভবন চত্বর বর্তমান যশোর বসীর অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র। নতুন প্রজন্মের কাছে এখন কালেক্টরেট পার্ক (Jessore Collectorate Park) হিসেবে পরিচিত যার পুরোন নাম নিয়াজ পার্ক। ভৈরব নদীর পাড়ে কালেক্টরেট ভবনের পাশেই গড়ে উঠেছিল নিয়াজ পার্ক। বর্তমানে চারিদিকে ঘেরা কালেক্টরেট ভবনের মধ্যে বন্দী থাকা নিয়াজ পার্ক অনেক আন্দোলন সংগ্রামের পটভূমির নিরব সাক্ষী।
এর পাশেই ফ্লাওয়ার পার্ক এখন যশোরের সবচেয়ে আকর্ষণীয় স্থান। পার্কের ভেতরে তিন বিঘা আয়তনের পুকুর। সেই পুকুরে খরশুল্লা মাছ ভাসে। পুকুরের চারপাশে বাহারি সব ফুলগাছ। গাঁদা, ডালিয়া, চন্দ্রমলি্লকা, সূর্যমুখী, জিনিয়া, ব্লুস্টার, গোলাপ, কসমস সেসব গাছে ফুটে আছে। ইট বিছানো পথ এঁকেবেঁকে গেছে। একটু দূরে দূরে টাইলসের বেঞ্চ। পার্কে বেড়াতে আসা মানুষ বেঞ্চে বসে একটু জিরিয়ে নেন অথবা দেন আড্ডা। বিশেষ সুবিধা হিসাবে িএখানে রয়েছে ফ্রি ওয়াই – ফাই সুবিধা।
কিভাবে যাবেন
ঢাকা থেকে সড়ক ও আকাশপথে যশোর যাওয়া যায়। আবার ঢাকা থেকে সড়ক, রেল ও নৌপথে খুলনা হয়ে যশোর যাওয়া যায়।
“কিভাবে যাবেন” এই অংশে বিস্তারিত তথ্য থাকলে পর্যটকদের সুবিধা হয়। যেমনঃ শহর থেকে দূরত্ব কতো! ভাড়া কতো! কেমন পরিবহনে যাতায়াত সুবিধা হবে! ইত্যাদি। বিষয়টি পরামর্শের দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।