প্রায় ৩০০০ একর জায়গার উপরে বিশাল এ চা বাগান(Aguniya Cha Bagan) রাংগুনিয়ায় অবস্থিত । এখানে প্রায় ১৫০০ কর্মচারী কাজ করে।কাপ্তাই উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও অনেক গুন বাড়িয়ে দিয়েছে । রাংগুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন ও কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে অবস্থিত। এই বাগানটি অত্র উপজেলার একটি চমকপ্রদ স্থান, মানুষজন প্রতিদিন বিকেল বেলায় এখানে বেড়াতে যায়। শুধুই সবুজ সবুজ আর সুবুজ, যে দিকে চোখ যায় শুধুই সবুজের সমাহার। রাংগুনিয়া উপজেলার লালানগর ও কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের মাঝে অবস্থিত আগুনিয়া চা বাগান, প্রতিদিন বিকেলে এই বাগানে প্রকৃতি পিপাসুরা বেড়াতে আসে। উপজেলার মরিয়ম নগর স্টেশন থেকে যে কোন পরিবহন যোগে কাপ্তাই বড়ইছড়ি রোড হয়ে এই বাগানে যাওয়া যায়।
কিভাবে যাবেন
উপজেলা থেকে সিএনজি করে লালানগর ইউনিয়ন বেরীবাঁধ থেকে ৪ কিলোমিটার পূর্ব দিকে যেতে হবে।
অবস্থান
লালানগর, ৩নং ওয়ার্ডে অবস্থিত।
Need corporate office address