মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থান
বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশের কারণে প্রতিদিন বিভিন্ন পর্যটন স্পটে বিপুলসংখ্যক দেশী- বিদেশী পর্যটকের আগমন ঘটে দুটি পাতা একটি কুঁড়ির সবুজে ভরা মায়াবী স্বপ্নপুরী জেলা মৌলভীবাজারে। এ জেলার সবুজ চা বাগানঘেরা উঁচু-নিচু টিলার সৌন্দর্য না গেলে বোঝা যাবে না। এ অঞ্চলের ভূপ্রকৃতি সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যের। ছোট-বড় টিলার ফাঁকে ফাঁকে এখানে রয়েছে পাহাড়ি ছড়া। পাহাড়ি ভূমির ঘন সবুজ অরণ্যের বুক চিরে বয়ে যাওয়া এসব ছড়ার সৌন্দর্যই আলাদা। মাইলের পর মাইলজুড়ে বিস্তৃত বনাঞ্চলে নানা পশুপাখির বাস। এত পাহাড়, বনবনানী, পাখপাখালির কলকাকলি, ঝরনা, হ্রদ, জলপ্রপাত, চা বাগান মৌলভীবাজার জেলাকে করেছে আকর্ষণীয়। রাবার, লেবু, আনারসের আর চা বাগানের সমারোহ ভুলিয়ে দেবে ক্লান্তি। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় পার্ক এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। কমলগঞ্জের মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত প্রকৃতির আরেক বিস্ময়। শ্রীমঙ্গলের সুবিশাল হাইল-হাওরের নীল জলরাশি, পদ্ম আর বিভিন্ন প্রজাতির মাছের খেলা দেখার মতো। বাইক্কা বিল মত্স্য অভয়াশ্রম ও পাখির অভয়ারণ্যের টানে ছুটে আসছেন পাখিপ্রেমীরা। এছাড়া দেশে মৌলভীবাজার জেলার চা বাগানের জুড়ি মেলা ভার।
চা জাদুঘর – মৌলভীবাজার
প্রায় দেড়শ’ বছরের পুরনো চায়ের জনপদ শ্রীমঙ্গল শহর থেকে ২ কিলোমিটার দূরে পর্যটকদের আকর্ষণ করতে চা জাদুঘর গড়ে উঠেছে।
আরও পড়ুনচা-বাগান – শ্রীমঙ্গল
মৌলভীবাজার জেলার বিস্তৃত অঞ্চলে ছোট ছোট টিলা, পাহাড় ও সমতলে ৯২টি চা বাগান রয়েছে। প্রতিটি চা বাগানে রয়েছে সবুজের সমাহার, অপরূপ সৌন্দর্য, বিভিন্ন প্রজাতির পশুপাখি।
আরও পড়ুনমনিপুরী পল্লী – মৌলভীবাজার
মৌলভীবাজার জেলা শহর হতে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কমলগঞ্জ উপজেলায় মনিপুরীদের অবাস।
আরও পড়ুনবাইক্কাবিল – মৌলভীবাজার
চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের হাইল-হাওরের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ।
আরও পড়ুনলাউয়াছড়া জাতীয় উদ্যান – মৌলভীবাজার
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত জীব বৈচিত্র্যে ভরপুর লাউয়াছড়া জাতীয় উদ্যান।
আরও পড়ুনপরিকুন্ড জলপ্রপাত -মৌলভীবাজার
মাধবকুন্ড জলপ্রপাত থেকে খুব কাছে মাত্র ১০ থেকে ১২ মিনিটের হাটা দূরত্বে পরিকুন্ড জলপ্রপাতটি অবস্থিত।
আরও পড়ুন