কুড়িগ্রাম জেলার দর্শনীয় স্থান
ভারতের মেঘালয় রাজ্য ঘেসা ও যমুনা নদীর আববাহিকায় উত্তর-পশ্চিমাঞ্চলের প্রাচীন শহর কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে পাঙ্গা জমিদার বাড়ি, ঘড়িয়ালডাঙ্গা জমিদার বাড়ী, ভিতরবন্দ জমিদার বাড়ী, নাওডাঙ্গা জমিদার বাড়ি, ধরলা ব্রিজ, ধরলা বাঁধ, চান্দামারী মসজিদ, কোটেশ্বর শিব মন্দির, টুপামারী (জিয়া পুকুর), মুন্সিবাড়ী, ধাম শ্রেণী মন্দির, জালার পীরের দরগাহ, উদুনা-পুদুনার বিল, বেহুলার চর, সোনাহাট ব্রিজ, ফুল সাগর, চতুর্ভূজ সেনপাড়া শিব মন্দির, ধলডাঙ্গা বাজার, কালজানি ঘাট ও চিলমারী বন্দর দর্শনাথীদের/পর্যটকদের কছে বেশ জনপ্রিয় স্থান।
নাওডাঙ্গার জমিদার বাড়ি – কুড়িগ্রাম
অবিভক্ত ভারতবর্ষে অনেক আগে নাওডাঙ্গা পরগনার জমিদার বাহাদুর প্রমদারঞ্জন বক্সী এটি নির্মাণ করেন।
আরও পড়ুনবঙ্গ সোনাহাট ব্রিজ – কুড়িগ্রাম
এই ব্রিজটি দুধকুমর নদীর উপর র্নিমিত। বর্তমানে এটি সাধারন ব্রিজের মতোই ব্যবহৃত হচ্ছে।
আরও পড়ুনউলিপুরে মুন্সিবাড়ী – কুড়িগ্রাম
সঠিক দিনক্ষণ জানা না থাকলেও এ অঞ্চলের জমিদার বিনোদ লাল মুন্সির তত্ত্বাবধানে বাড়িটি নির্মাণ করা হয়।
আরও পড়ুনটুপামারী পুকুর – কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে অবস্থিত জেলার একমাত্র পিকনিক স্পট টুপামারী পুকুর।
আরও পড়ুনচান্দামারী মসজিদ – কুড়িগ্রাম
নির্মাণ শৈলী ও শিল্প বৈশিষ্ট্য অনুযায়ী সুলতানী আমলের শিল্প বৈশিষ্ট্য ও মোগল সহাপত্যকলার সমন্বয় ঘটেছে।
আরও পড়ুনশহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক – কুড়িগ্রাম
স্বাধীনতার ৪৫ বছর পরও সংরক্ষণের ব্যবস্থা করা হয়নি কুড়িগ্রামের প্রথম শহীদ সমাধিক্ষেত্রের।
আরও পড়ুন