জামালপুর জেলার দর্শনীয় স্থান
মেঘালয় রাজ্যের পদদেশে যমুনা নদীর তীরবতী জেলা জামালপুর। জামালপুর জেলার বিভিন্ন জিনিসের দেশজোড়া খ্যাতি রয়েছে। তার মধ্যে ইসলামপুরের কাঁসার বাসন ও গুড়, মেলান্দহের উন্নতমানের তামাক ও তৈল, দেওয়ানগঞ্জের আখ ও চিনি, মাদারগঞ্জের মাছ, দুধ ও ঘি, বকশীগঞ্জের নকশীকাথা, চিনা মাটি, নুড়ি পাথর, বাঁশ ও বেতের আসবাবপত্র এবং জামালপুর সদর উপজেলার আনারস, পান, বুড়িমার মিষ্ট ও আজমেরীর জিলাপী অন্যতম। তাছাড়া জামালপুরের বিভিন্ন এলাকার কংকরযুক্ত লাল বালি, সাদা মাটি, কাঁচবালি। জামালপুর নকশি কাঁথা ও নকশি চাদর এখনো সারা দেশে সমাদৃত। জামালপুর জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান গুলোর মধ্যে বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ে লাউচাপড়া পাহাড়িকা বিনোদন কেন্দ্র, যমুনা গার্ডেন সিটি, লুইস ভিলেজ গারডেন ও দয়াময়ী মন্দির বিশেষ ভাবে উল্লেখ্য যোগ্য।
দয়াময়ী মন্দির – জামালপুর
এখানে হিন্দু সম্প্রদায়ের লোক জন প্রতিদিনই বিভিন্ন পুজা অর্চণা করে থাকে।
আরও পড়ুনলাউচাপড়া পাহাড়িকা বিনোদন কেন্দ্র – জামালপুর
ছুটির দিনগুলোকে একান্ত প্রকৃতির সাথে বিলিন করতে প্রকৃতি প্রেমিরা যেতে পারেন জামালপুরের লাউচাপড়া।
আরও পড়ুনশাহ জামালের মাজার – জামালপুর
সাধক পুরুষ হযরত শাহ জামাল-এর (রহঃ) সমাধি জামালপুর সদরে চাপাতলি ঘাট সংলগ্ন এলাকায়।
আরও পড়ুনলুইস ভিলেজ রিসোর্ট এ্যান্ড পার্ক – জামালপুর
লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক জামালপুর শহরের প্রাণকেন্দ্র বেলটিয়া এলাকায় নির্মিত ময়নসিংহ বিভাগের তথা জামালপুর জেলার সর্বাধুনিক বিনোদন কেন্দ্র।
আরও পড়ুন