সার্ভিস বুক করার আগের সতর্কতা

কোনও সার্ভিস বুক করার আগে তার ক্যানসেলেশন এবং রিফান্ড পলিসি দেখে নিন।
সস্তায় নন-রিফান্ডেবল টিকিট বা হোটেল বুক করার সময় সতর্ক থাকুন।
যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানে কোনও প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক ডামাডোল চললে বেড়ানো বাতিল হতে পারে। সে রকম মানসিক প্রস্তুতি রাখুন।
সিদ্ধান্তহীনতায় ভুগবেন না। অন্তত চার মাস আগে পরিকল্পনা শুরু করুন। যাতে বেড়ানোর তারিখ এগিয়ে এলে কোনও সমস্যা না হয়।
ঈদের/পুজোর সময় যে কোনও টুরিস্ট স্পটেই ভিড় বেশি থাকে। তাই যাঁরা নির্জনতা পছন্দ করেন তাঁদের এ সময় বেড়াতে যাওয়ার প্ল্যান না করাই ভাল।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: ভ্রমণ পাগল,
সর্বশেষ আপডেট হয়েছে: আগস্ট 28, 2016