পোশাক নির্বাচন

গ্রীষ্মকালে বেড়াতে গেলে

গ্রীষ্মকালে আকহাওয়ার সাথে সামন্জষ্য পূর্ন হালকা সুতি কাপরের পোশাক নির্বাচন করুন।

শীতকালে বেড়াতে গেলে

এ সময় বাতাস ও ঠান্ডা থেকে রেহাই পেতে গরম কাপড় নিতে হবে। প্রয়োজন না হলে কোনো ধরনের ফরমাল কাপড় না নেওয়াই ভালো। ঘুরে-ফিরে নানাভাবে পরা যায়—এমন পোশাক নিন। একটার পর একটা স্তরে পরা যায়, এভাবে পোশাক বাছাই করুন। যেমন টি-শার্টের ওপর সোয়েটার, তার ওপর শাল এভাবে। যাতে আবহাওয়া বদল হলে সহজেই পোশাক খুলে নিতে পারেন। বেশি দামি পোশাক নেবেন না। পানিরোধী, আরামদায়ক স্যান্ডেল নিন।

জঙ্গলে বেড়াতে গেলে

জঙ্গলে বেড়াতে গেলে গাছের রঙের পোশাক পরুন। জঙ্গলের নির্জনতা বজায় রাখুন। উজ্জ্বল রঙের পোশাক পরবেন না। তাতে বন্যপ্রাণীরা অনেক দূর থেকে আপনাকে দেখতে পাবে। ফলে আরও দূরে পালিয়ে যাবে তারা। বন্যপ্রাণীদের দেখতে না পেলে জঙ্গলে দাঁড়িয়েই জোরে জোরে কোনও মন্তব্য করবেন না। মনে রাখবেন, তারা আপনাকে দেখা দিতে বাধ্য নয়।
কোনও ধরাবাঁধা নিয়ম নেই। কিন্তু অভিজ্ঞতায় দেখা গিয়েছে, বন্যপ্রাণীরা গ্রীষ্মের ভোর বা বিকেল আর শীতের পড়ন্ত বেলায় গভীর জঙ্গলের আওতা ছেড়ে বেরিয়ে আসে। সে সময় তারা জল খেতে সল্টপিটে আসে। আর শীতকালে তাদের রোদ পোহাতেও দেখা যায়। তাই জঙ্গলে বেড়াতে গেলে সাফারি বুক করার সময় এটা মাথায় রাখতে পারেন।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: ভ্রমণ পাগল,
সর্বশেষ আপডেট হয়েছে: আগস্ট 28, 2016