আপনার গন্তব্য শহরকেন্দ্রিক না হলে যে প্রত্যন্ত এলাকায় যাচ্ছেন সেখানকার মানুষের সংস্কৃতি সম্পর্কে শ্রদ্ধাশীল থাকুন।
কোনও আদিবাসী জনপদে বেড়াতে গেলে তাদের রীতি-নীতি, আচার-ব্যবহারকে সম্মান করুন।
কোনও ঝর্না বা পবিত্র গাছ যদি দেখতে যান, আর সেখানে যদি জুতো খুলে ঢোকার নিয়ম থাকে সেটাই মেনে চলুন। বেড়াতে গিয়ে কোনও রকম তর্কে জড়াবেন না।
জেনে নিন, প্রাচীন কোনও মন্দিরে ঢোকার আগে গায়ে সুগন্ধী দেওয়া যাবে কি না।
শপিং করার সময় স্থানীয় জিনিস কেনার চেষ্টা করুন।
স্থানীয় মানুষদের গাইড হিসাবে সফরে সঙ্গে নিন। তাতে স্থানীয় মানুষদের সঙ্গে আপনার ‘কমিউনেকশন গ্যাপ’ থাকবে না।
স্পটে পৌঁছে স্থানীয় হোটেল মালিক বা গাইডের ব্যবহার খারাপ মনে হলে বিষয়টি অন্য ভাবে বোঝার চেষ্টা করুন। ধরুন, আপনি এক পাহাড়ি গ্রামে বেড়াতে গিয়েছেন। সেখানে স্নানের জন্য আধ বালতি জল পেয়েছেন। আর তাতেই আপনার মেজাজ গরম হয়ে যাচ্ছে। আপনি টাকাও দিচ্ছেন। কিন্তু প্রয়োজন মতো জল পাচ্ছেন না। ভেবে দেখুন, ওই অর্ধেক বালতির জলে আপনার স্নান না-ও হতে পারে। তবে পাহা়ড়ি মানুষদের ওই জলটুকুই অনেক দূর থেকে সংগ্রহ করতে হয়। তাই টাকা দিয়ে সবটা কেনা সম্ভব নয়।