ভ্রমন দেহ মন ও শরীর সুস্থ রাখে তাই আমরা সবাই মনের আনন্দে দেশের বিভিন্ন স্থানে ঘুড়তে বা বেড়াতে যাই এবং কিছু ছবি তুলি যা আমাদের পরবর্তীতে আনন্দ দেয়। আর সেই আনন্দ শুধু আমরা নিজেরা উপভোগ করি। আমাদের সেই আনন্দ যদি সবার মাঝে বিলিয়ে দিতে পারি তাহলে আমাদের আনন্দ আরো কয়েক গুন বেড়ে যেতে পারে। তাই আপনার সেই আনন্দ ট্যুর টুডের ফটো প্রতিযোগীতা বাংলাদেশ ফটো কনটেস্ট-২০১৭ এর মাধ্যমে বিশ্বের সকল মানুষের সাথে শেয়ার করুন, সবাইকে আনন্দিত করার চেষ্টা করুন এবং জিতে নিন আকর্ষনীয় পুরুষ্কার।
আপনার ছবি শেয়ারের মাধ্যমে দেশ ও দেশের পর্যটন শিল্প লাভবান হবে। বিকশিত হবে দেশের পর্যটন ও দেশের অর্থণীতি। তাই আসুন ভ্রমনের ছবি পাঠান এবং দেশের উন্নয়নে অবদান রাখুন।
ট্যুর টুডে বিডি – বাংলাদেশ ভ্রমনের সকল ছবি ট্যুর টুডে – ফটো সাইটে সংরক্ষন করার মাধ্যমে দেশের পর্যটন শিল্পের বিকাশে বদ্ধপরিকর। “আসবে অতিথি উন্নত হবে দেশের অর্থনীতি”।
ছবি পাঠানোর নিয়মঃ
- ছবির বিষয় অবশ্যই ভ্রমন/বাংলাদেশ সম্পর্কে হতে হবে।
- প্রতিটি ছবি নিজে তোলা হতে হবে। (ইন্টারনেট থেকে সংগ্রহ করা ছবি গ্রহন যোগ্য নয়।)
- যে কেই একাধিক অ্যালবাম নিয়ে প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে।
- প্রতিটি অ্যালবাম বা নমিনেশনের জন্য কমপক্ষে ৬টি ছবি পাঠাতে হবে এবং প্রতিটি ছবি কমপক্ষে ১.৫ এমবি বা ৯০০ X ৮০০ সাইজের হতে হবে ।
- কোন ছবিতে কোন ব্যক্তি বা প্রতিষ্টানের ওয়াটারমার্ক বা লোগো থাকতে পারবে না।
- আপনার তোলা ছবি পাঠাতে এখানে ক্লিক করুন।
- প্রতি মাসের ২৫ তারিখের মধ্যে অ্যালবাম পাঠিয়ে নমিনেশন নিশ্চিত করতে হবে।
বিজয়ী বাছাইয়ের নিয়মঃ
- অ্যালবামের পেইজ ভিউ, কমেন্ট ও লাইকের মাধ্যমে বিজয়ী নির্বাচনে ভূমিকা পালন করবে।(প্রতি মাসের শুরুতেই আপনার এলবাম পাঠিয়ে দিন। কারন আমরা আগে পাঠনো ছবি গুলো দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পেষ্ট দেই এবং বিজয়ী নির্বাচনে এগিয়ে থাকুন।)
- ছবির কোলালেটি ও ছবির বিষয় এলবাম নির্বাচনে ভূমিকা পালন করবে।
- বিজয়ী পর্যটক বা ফটোগ্রফারকে মোবাইল, ফেইসবুক ও ইমেইলের মাধ্যমে অবহিত করা হবে।
বিজয়ীর পুরুষ্কারঃ
১ টি এলবামকে বিজয়ী ঘোষনা করা হবে এবং বিজয়ী পর্যটক বা ফটোগ্রফারের মোবাইলে ৩০০ টাকা সম্মানী পুরুষ্কার মোবাইল রিচার্জ প্রদান করা হবে।
নিয়মিত প্রতিযোগীতার আপডেট জানতে আমাদের ফেইসবুক পেইজ বা প্রতিযোগীতার ইভেন্ট পেইজ বাংলাদেশ ফটো কনটেস্ট-২০১৭ এর সাথে যুক্ত থাকুন। আর আপনার ছবি শেয়ার করুন।আপনার ছবি দেখতে ভিজিট করুন http://photos.tourtoday.com.bd/.
*** আপনার যে কোন সাহায্য কিংবা সহযোগীতার জন্য আমাদের ফেইসবুক পেইজ অথবা আমাদের ইমেইল করুন info@tourtoday.com.bd ***