আমাদের সম্পর্কে

“বহুদিন ধ’রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করে বহু দেশ ঘুরে
দেখিতে গিয়াছি পর্বতমালা,
দেখিতে গেয়াছি সিন্ধু।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।”

ষড়ঋতুর অপরুপ লীলাভূমি আমাদের এ বাংলাদেশ। এ দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংষ্কৃতির সাথে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের কারনে পর্যটন শিল্পের বিপুল সম্ভবনার দেশ আমাদের এ বাংলাদেশ। পর্যটন শিল্পের সম্ভবনার এ দিগন্ত আরো উন্মচন ও বিকশিত করতে আমাদের প্রচেষ্টার ফসল “ট্যুর টুডে” (TourToday BD)। বাংলাদেশের জানা-অজানা, স্থানীয় – জাতীয়, পরিচিত সহ বিভিন্ন দর্শনীয় স্থান গুলোকে সুন্দর এবং সহজ ভাবে উপস্থাপন করাই আমাদের একমাত্র লক্ষ।

আমরা আমাদের ওয়েবসাইটমোবাইল অ্যাপে চেষ্টা করেছি জেলা ভিত্তি বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান/জায়গা গুলোকে সংযুক্ত করতে এবং তার সাথে সাথে ঐ জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন যোগাযোগের মাধ্যম, হোটেল – রিসোর্ট এবং অন্যান্য সুযোগ সুবিধার সাথে সকলকে পরিচয় করিয়ে দিতে। যার মধ্য দিয়ে বৃদ্ধি পাবে দেশি বিদেশী পর্যটকের সংখ্যা সেই সাথে এগিয়ে যাবে আমাদের দেশের পর্যটন শিল্প, এগিয়ে যাবে আমাদের সোনার বাংলাদেশ ও দেশের সামগ্রিক অর্থনীতি।

ট্যুর টুডে (TourToday BD) এর সুবিধাঃ

  1. TourToday BD তে বাংলাদেশের ৭০০+ দর্শনীয় স্থান যুক্ত করা হয়েছে। দর্শনীয় স্থান সমূহের বিশদ বর্ননায় থাকছে দর্শনীয় স্থান সমূহের অবস্থান, কিভাবে যাবেন, কোথায় থাকবেন ও কি খাবেন ইত্যাদি সহ বিস্তারিত তথ্য।
  2. TourToday BD র সকল বিবরনের সাথেই পাঠকের মতামত ও ভাল লাগা প্রকাশের জন্য রয়েছে কমেন্ট ও রেটিং অপশন তার সাথে আর্টি কেল ভিউ প্রদর্শন তো আছেই।
  3. TourToday BD এর বর্ননায় সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের বিনোদন কেন্দ্র গুলোর সাপ্তাহিক বন্ধ, সময়সূচী, প্রবেশ ফি সহ আনুসাঙ্গিক সকল খরচের ধারনা।
  4. TourToday BD এর রয়েছে শক্তিশালী নিজেস্ব সার্চ ফিচার। যার মাধ্যমে আপনার চাহিদা মত বাংলা ও ইংরেজী ভাষায় দর্শনীয় স্থান সার্চ করতে পারবেন। তাছাড়া ভ্রমনের বিভিন্ন ধরনানুসারে (নদী ও সমুদ্র সৈকত, ঐতিহাসিক স্থান, আধুনিক স্থাপত্য, পাহাড়ি অঞ্চল, বাগান ও বনাঞ্চল, বিনোদন কেন্দ্র) ও বাংলাদেশের বিভিন্ন জেলার নাম ইত্যাদি দিয়ে সার্চ বা ফিল্টার করতে পারবেন।
  5. বাংলাদেশের বিভিন্ন জেলা জনপ্রিয় হোটেল/রিসোর্ট সমূহের নাম, ঠিকানা, হোটেল ভাড়ার পরিমান সহ যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিয়ে TourToday BD এর হোটেল ও রিসোর্ট বিভাগ সাজানো হয়েছে।
  6. বাংলাদেশের ভ্রমনের বিভিন্ন পরামর্শ দিয়ে সাজোনো হয়েছে TourToday BD এর  ভ্রমন পরামর্শ বিভাগ।
  7. বিভিন্ন ভ্রমন সম্পর্কিত সংবাদ ও তথ্য দিয়ে সাজানো হয়েছে TourToday BD এর ব্লগ বিভাগ।
  8. TourToday BD তে আপনি চাইলে আপনার ভ্রমনকৃত দর্শনীয় স্থানের বিবরন/তথ্যও আপলোড করতে পারবেন।
  9. TourToday BD র রয়েছে নিজেস্ব দক্ষ আঞ্চলিক প্রতিনিধি যাদের মাধ্যমে তথ্য যাচাই বাছাই করা সহ প্রতিনিয়ত তথ্য আপডেট কারা হয় যা সঠিক তথ্যের জন্য খুবই দরকারী।
  10. বিশ্ব মানের ডিজাইন ও ফংশন হওয়ায় কম্পিউটার ছাড়াও বিভিন্ন  মোবাইল, ট্যাব, স্মার্ট টিভি ও স্মার্ট ঘড়ি সহ যে কোন ডিভাইসে এটি খুব সুন্দর ভাবে অপারেট বা চালানো যায়।
  11. TourToday BD এর সকল তথ্য শুধু ওয়েবসাইটের মাধ্যমেই নয় আমাদের অ্যাপের (TourToday BD)  মাধ্যমেও পাওয়া যায়।

 

TourToday BD একটি অলাভজনক প্রতিষ্ঠান। TourToday BD এর ফিচার গুলো আরো উন্নত ও নতুন ফিচার যুক্ত করতে আমাদের সাহায্য করুন। আমাদের সাহায্য করতে আমাদের সাইটে উল্লেখিত সকল মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।