অবকাশ যাপন, আনন্দ ভ্রমণ ও অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য প্রিয় নাম বান্দরবান। পর্যটন শহর বান্দরবান জেলার রয়েছে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বসবাস। আচার-আচরন, সংষ্কৃতি ও উৎসব থেকে শুরু করে খাবারেও রয়েছে বিশাল বৈচিত্র। এ জেলার বৈচিত্র শুধু এখানকার বসবাসকারী মানুষের মধ্যেই সীমাবদ্ধ তাই নয় বান্দরবান জেলার প্রতিটি স্থানই অত্যন্ত বৈচিত্রপূর্ন ও আকর্ষনীয়। প্রকৃতি বান্দরবানকে সাজিয়েছে আপন মনের মাধুরি মিশিয়ে। তাই সবুজে মোড়ানো প্রাকৃতিক সৌর্ন্দয, অবারিত সবুজের সমারোহ এবং মেঘ ছোঁয়ার ইচ্ছে হলেই ঘুরে আসুন পাহাড়ি কন্যা বান্দরবানে।
পাহাড়ি কন্যা বান্দরবান শহর হতে ৩ কি:মি: দক্ষিণ পূর্বে শৈল প্রপাত বা চিম্বুক যাওয়ার পথেই এই মিলনছড়ি (Milonchori)। পাহাড়ের চূড়ায় রাস্তা, তার পাশে দাড়িয়ে পূর্ব প্রান্তে নয়াভিরাম সবুজের খেলা আবার সবুজ প্রকৃতির বুক ছিড়ে সর্পিল গতিতে বয়ে চলা সাঙ্গু নামক নদীটি মোহনীয় সৌন্দর্য। এ যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা একটি দুর্লভ চিত্রকর্ম।
মিলনছড়ি কোথায় থাকবেন তা নিয়ে চিন্তা করতে হবে না কারন এখানেই পাবেন হিল সাইড রিসোর্ট বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন – ফোন: 01556539022, 01730045083
কিভাবে যাবেন
মিলনছড়িকে উদ্দেশ্য করে আলাদা ভাবে এখানে যাবার প্রয়োজন নেই। কারন শৈল প্রপাত, নীলগিরি বা চিম্বুক যাওয়ার পথেই রাস্তার পাশে গাড়ি থামিয়েই মিলনছড়িতে বেড়াতে পারেন।