ভ্রমণে বাড়তি সতর্কতা অবলম্বনের ফলে কিছু অপ্রত্যাশিত বিষয় এড়ানো যেতে পারে, আবার অনেক কিছু ভ্রমণের অংশ হিসেবে মেনে নেয়াই ভালো। ভ্রমণে সবার আগে প্রয়োজন মানসিকভাবে স্থির থাকা। এতে যেকোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নেয়া যায়। তাই পরিস্থিতি সামাল দিতে অবশ্যই স্থির মস্তিষ্কের অধিকারী হতে হবে। ভ্রমণে যাওয়ার পর যেন কোনো কিছু খুঁজে বেড়াতে না হয়, সেজন্য একটা তালিকা তৈরি করে রাখা খুব প্রয়োজন। এ তালিকা যেমন— যে স্থানে যাবেন, সে স্থানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা হতে হবে। ঠিক তেমনি সঙ্গে কি কি নিয়ে যাবেন, সেগুলোরও একটি নির্দিষ্ট তালিকা থাকা প্রয়োজন।
স্মরণীয় মুহূর্তগুলো ধরে রাখতে ভ্রমণে ক্যামেরা থাকবে— এটাই স্বাভাবিক। ফলে সেসব নিয়েও নিজের মতামত তুলে ধরেছেন ক্রিস্টি। তিনি লিখেছেন, ক্যামেরা নেয়ার ক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত ব্যাটারি বহন করার বিষয়টি মাথায় রাখা খুব প্রয়োজন। কারণ অনেক সময় ব্যাটারি চার্জ দেয়ার ব্যবস্থা সব জায়গায় থাকে না।