গাজীপুরের সুর্য্যনারায়নপুর, কাপাসিয়া থানায় অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হওয়ায় এই রিসোর্টের নামকরণ করা হয়েছে ‘অঙ্গনা’। গ্রামীণ সৌন্দর্যের ২০০৪ সালে ১৮ বিঘা জমির ওপর এটি নির্মাণ করা হয় এই অঙ্গনা রিসোর্ট (Angana Resort)। যার অবস্থান গাজীপুরের কাপাসিয়ার সূর্যনারায়ণপুর গ্রামে।
নগর জীবনে একাধারে চলতে চলতে যে ক্লান্তি মনে এসে ভড় করে তা দূর করতে রাজধানীর অদূরে কাপাসিয়ার সূর্যনারায়ণপুর গ্রামে গড়ে তোলা হয়েছে বেসরকারি এই মনোমুগ্ধকর রিসোর্ট। উচু দেয়াল দিয়ে সুরক্ষিত এবং সমগ্র এলাকা ক্লোজড সার্কিট টিভির এবং নিরাপত্তা রক্ষীদের নজরদারিতে থাকছে সাজানো বাগান, শুইমিং পুল, পুকুর এবং পুকুরে নৌকায় ভেসে বেড়ানোর ব্যবস্থা। আরো আছে মাটির ঘর, আকর্ষণীয় একটি ফোয়ারা ও সুইমিং পুল। যা আগতদের আকর্ষণ আরও বাড়িয়ে দেয়। ছোটদের জন্য খেলধুলার ব্যবস্থা ছাড়াও ৫০০+ লোকের জন্য পিকনিকের সুবিধা।
রাত্রিজাপনের জন্য রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বাথরুম ১৪ টি সুসজ্জিত ও শিততাপ নিয়ন্ত্রিত বেডরুম। যেখানে আপনি কাটাতে পারেন আপানার উইকেন্ড।
অঙ্গনার সবচেয়ে আকর্ষণ হচ্ছে সুন্দরবনের অপরূপ হরিণ। বিশালাকৃতির দুটি খাঁচায় রয়েছে অন্তত ১৬টি হরিণ। সঙ্গে হরিণের বাচ্চাও রয়েছে কয়েকটি। কয়েকটি বাঁশ বাগান পুকুরপাড়ের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।
অঙ্গনা রিসোর্টের ভাড়া :
কটেজগুলোর প্রতিটি রুম ২৪ ঘণ্টার ভাড়া ৫ হাজার টাকা। পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য পুরো রিসোর্টের ভাড়া ৭০-৮৫ হাজার টাকা।
বিস্তারিত জানতে ভিজিট করুন – http://anganaresort.com/ অথবা কল করুন +88 01711 182626।
কিভাবে যাবেনঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে ভাওয়াল ন্যাশনাল পার্ক ক্রস করে চলে আসুন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট। তারপর সেখান থেকে এমপি চেকপোস্ট দিয়ে প্রায় ৭ কিলোমিটার দূরে পেয়ে যাবেন অঙ্গনা রিসোর্ট ।
অথবা নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসযোগে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা-কাপাসিয়া মহাসড়কের পাবুররাস্তা নামক স্থানে নামতে হবে। পরে পাবুররাস্তার মোড় থেকে এক কিলোমিটার দক্ষিণে সূর্যনারায়ণপুর গ্রামে অঙ্গনার অবস্থান।