রাঙামাটি শহরের সেনানিবাস এলাকায় অপরুপ সুন্দর ছায়া ঘেড়া প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা আরণ্যক রিসোর্ট (Aronnak Holiday Resort) যেন শিল্পির তুলিতে আকা নিখুদ একটি ছবি। ছবি মত সুন্দর কাপ্তাই হ্রদে ঘেরা এ রিসোর্টের ছিমছাম পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। মন ভোলানো এ রিসোর্টের প্রথান আকর্ষন এর পরিবেশ ও কাপ্তাই লেকের নীল জলরাশিতে পেডেল বোটে মনের আনন্দে ঘুড়ে বেড়ানো। ছোটদের জন্য আরণ্যক রিসোর্ট এ রয়েছে বিভিন্ন রকমের খেলার রাইড। প্রবেশ মূল্য হচ্ছে ৫০ টাকা।
শুধু ঘুড়ে বেড়ানোই নয় আরণ্যক রিসোর্টে থাকা–খাওয়ারও ব্যবস্থা রয়েছে।
কোথায় থাকবেন –
চাইলে সেনাবাহিনী দ্বারা পরিচালিত সম্পূর্ন নিরাপদ আরণ্যক রিসোর্টেই থাকতে পাববেন।আরণ্যক রিসোর্টে থাকতে চাইলে যোগাযোগ করুন- 01769-312021। অথবা শহরের অন্যান্য রিসোর্ট কিংবা হোটেল গুলোর মধ্যে রাঙামাটি শহরে পর্যটন হলিডে কমপ্লেক্স ছাড়াও রয়েছে বিভিন্ন হোটেল-মোটেল। পর্যটন হলিডে কমপ্লেক্সে যোগাযোগ ০৩৫১-৬৩১২৬। হোটেলের মধ্যে রয়েছে হোটেল সুফিয়া ইন্টারন্যাশনাল: ০৩৫১-৬২১৪৫/০১৯৩৫১৪৭১৩৮, হোটেল প্রিন্স: ০১৭৭৫১৯৬৬৬৪, মোটেল জজ: ০৩৫১-৬৩৩৪৮/০১৯১২৭৭২৮০১, গ্রিন ক্যাসেল: ০৩৫১-৬১২০০, হোটেল সাংহাই: ০৩৫১৬১৪০২/০১৭৩০১৯৫৭৭৮।
কিভাবে যাবেন-
ঢাকা থেকে রাঙ্গামাটির সরাসরি বাস রয়েছে। আবার চিটাগং হয়েও যাওয়া যায়। যে পথেই যান না কেন খরচ হবে ৬৫০ টাকার মধ্যে। বাসে উঠতে পারবেন কল্যাণপুর, কলাবাগান, সায়েদাবাদ থেকে। রাঙ্গামাটি পৌছানোর পর যেতে হবে রাঙামাটি সেনানিবাসের আরণ্যক রিসোর্ট।