রাজধানীতে বুক ভরে নিশ্বাস নেওয়ার মতো কিংবা প্রাকৃতিক পরিবেশে ঘুড়ে বেড়ানোর মত যে জায়গাগুলো রয়েছে তার একটি ধানমন্ডি লেক (Dhanmondi Lake)। গাছ ও জলের এমন মেলবন্ধন রাজধানীতে খুব কমই চোখে পড়ে।
ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডিতে এই লেকটি অবস্থিত বলে এর নাম হয়ে গেছে ধানমন্ডি লেক। দূর-দূরান্ত থেকে মানুষ প্রিয়জনকে সঙ্গে নিয়ে এখানে ছুটে আসে আনন্দের সময়টুকু কাটাতে। অপরূপ এই লেকটির চারপাশে রয়েছে প্রচুর উদ্ভিদ, রয়েছে হাঁটার রাস্তা, রয়েছে বসার আসন লেকে বেড়াতে আসা দর্শনার্থীদের বিশ্রামের জন্য।
লেকটির আশেপাশে রয়েছে দৃষ্টিনন্দন সব বাসস্থান। এর মধ্যে কিছু নির্মাণ করা হয়েছে লেকের একেবারে ধার ঘেঁষে। যারমধ্যে ‘জাহাজ বাড়ি’ স্থাপত্যটি বেশ উল্লেখযোগ্য। ১৯৯০ সালে এ.কে.এম আনোয়ারুল হক চৌধুরী বাড়িটি নির্মাণ করেন। লাল রঙের বাড়িটির অবয়ব ঠিক যেন জাহাজের মত।
এছাড়াও রয়েছে সাংস্কৃতিক কেন্দ্রস্থল ‘রবীন্দ্র সরোবর’। অর্ধ বৃত্তাকার নাট্যশালার অংশ বিশেষ হিসেবে এটি খুব পরিচিত। নাটক, কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছুটির উৎসব অনুষ্ঠান উপলক্ষে বেশ পরিচিত কেন্দ্রস্থল এটি।
তাছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান- এর বাসস্থানও এ লেকের পাশে। বিশেষ দিন যেমন – স্বাধীনতা দিবস, ঈদ , পহেলা বৈশাখ, ও নববর্ষ ইত্যাদি অনুষ্ঠানে দর্শকের ভিড়ে ধানমন্ডি লেক এক অপরূপ রুপে সজ্জিত হয়।
ধানমন্ডি লেকটির নির্দিষ্ট কোন খোলা ও বন্ধের সময়সূচী নেই তবে ভোর ৫.০০টা থেকে রাত ১০.০০টা পর্যন্ত দর্শনার্থী অবস্থান করতে পারবেন। লেকটিতে প্রবেশের জন্য কোন টিকেটের প্রয়োজন হয় না।
আয়তনের দিক থেকে লেকটি বিশালাকৃতির হওয়ায় এবং নির্দিষ্ট কিছু সামাজিক ও রাজনৈতিক কারনে এটি বিভিন্ন নামানুসারে বিভক্ত হয়েছে।
জিয়া চত্ত্বর, মেডিনোভা চত্ত্বর, স্যুটিং পয়েন্ট, জাহাজবাড়ি পয়েন্ট, দ্বীপ চত্ত্বর (ডায়নামিক ফুড কোর্ট), লেক ভিউ সাইড, রবীন্দ্র সরোবর (মুক্তমঞ্চ), ডিঙ্গি বোধ ক্লাব এন্ড ক্যাফে চত্ত্বর, সুরধনী চত্ত্বর, ব্যাচেলর পয়েন্ট, দ্বীপ চত্ত্বর (বজরা রেষ্টুরেন্ট), শতায়ু অঙ্গন, লেকপাড় গোল চত্ত্বর, বঙ্গবন্ধু চত্ত্বর, শেখ রাসেল চত্ত্বর, শিকার দ্বীপ
এছাড়া আম্রকানন, বটতলা নামক পয়েন্ট আছে।পুরো পার্ক জুড়ে কৃষ্ণচূড়া, বটগাছ, রেইন্ট্রি, আমগাছ, কাঁঠাল গাছ, নিমগাছ, বকুল গাছ, কদম গাছসহ বিভিন্ন গাছ রয়েছে। এখানে রয়েছে ব্যায়াম স্থান। সৌখিন কিছু মৎস্য শিকারী অর্থের বিনিময়ে এখানকার লেকে মাছ শিকার করে থাকে।
পার্কটিতে রেষ্টুরেন্ট ও ফাষ্টফুড শপ রয়েছে। এছাড়া পার্কটির প্রবেশমুখে কিছু অস্থায়ী দোকান এবং ভেতরেও ফেরিওয়ালারা চা, কফি, বাদাম, ঝালমুড়ি ইত্যাদি বিক্রি করে।
একটি আদর্শ দর্শনীয় স্থান হিসেবেই ধানমন্ডি লেক বেশ পরিচিত।
ধানমন্ডি লেক কিভাবে আসবেন
রাজধানী ঢাকার যেকোন জায়গা থেকে ধানমন্ডির যে কোন অংশে চলে আসুন পরে রিক্সা নিয়ে কিংবা হেটে ঘুড়ে বেড়াতে পারবেন লেকের চারপাশে।