প্রায় ১২ একর জায়গার জুড়ে প্রতিষ্ঠিত স্বপ্নবীথি পিকনিক স্পট (Swapno Bithi Picnic Spots) নড়াইল জেলার লোহগড়া থানার রামপুরে অবস্থিত। স্বপ্নবীথি নড়াইল জেলার তথা দক্ষিনবঙ্গের সবচেয়ে সুন্দর পিকনিক স্পটগুলোর মধ্যে একটি। স্বপ্নবীথি পিকনিক স্পট নিরিবিলি পিকনিক স্পট এর পাশেই অবস্থিত বলে একটি বিনোদন কেন্দ থেকে অন্যটি বিনোদন কেন্দ্রে খুব সহজেই যাওয়া যায়।
কিভাবে যাবেন
এখানে যাওয়ার জন্য দেশের যেকোনো প্রান্ত থেকে নড়াইল সদরে এসে সেখান থেকে লক্ষীপাশা বাসস্ট্যান্ডের দিকে যেতে থাকলে হাতের বাঁ দিকে পড়বে স্বপ্নবীথি পিকনিক স্পট। তাছাড়া ঢাকা থেকে মাওয়া ফেরিঘাট এবং কালনা ফেরীঘাট পার হয়ে লোহাগড়া গিয়ে সোজা ১ এক কি.মি. সামনে গেলেও পৌঁছানো যাবে স্বপ্নবীথিতে।
ঢাকা থেকে নড়াইলে চলাচলকারী বাসগুলো হলঃ
১। হানিফ এন্টারপ্রাইজ
গাবতলি কাউণ্টার, ফোনঃ ৮০১১৭৯
২। ঈগলপরিবহন
গাবতলি কাউণ্টার, ফোনঃ ০৪৪৯৪৪১৩৬৭৩
ভাড়াঃ প্রায় ৩৫০/- টাকা
৩। সাদ সুপার ডিলাক্স পরিবহন
গাবতলি কাউণ্টার, ফোনঃ ০১৭২৭৫২১৪১৪
ভাড়াঃ প্রায় ৩১০/-টাকা
কোথায় থাকবেন:
পাশের নিরিবিলি পিকনিক স্পটে থাকার আবাসিক ব্যবস্থা রয়েছে। এছাড়াও নড়াইলের হোটেল গুলোতেও রাত কাটানো যাবে।
- সম্রাট আবাসিক হোটেল। যোগাযোগঃ ০১১৯৮০৫২৭৮৯
- মডার্ন আবাসিক হোটেল। যোগাযোগঃ ০১৯১৭৮৩৫০২৮
- সার্কিট হাউজ । যোগাযোগঃ ০৪৮১-৬২২৬৮
প্রবেশ মূল্য কত??