উলচাপাড়া জামে মসজিদটিতে যেসব শিলালিপি পাওয়া গেছে তা থেকে অনুমান করা যায় ১১৪০ হিজরী (১৭২৭-২৮) খ্রীঃ তে মসজিদটি নির্মান করা হয়েছে। মসজিদটির আয়তন ৫২*৫৩ ফুট। এর ভিতরে ৪ ফুট পুরু দরজা রয়েছে। গম্বুজের কেন্দ্র থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর কারুকাজ রয়েছে। মসজিদের ভিতরের দেয়ালে খুব সুন্দর কারুকাজ রয়েছে। ফরাসী ভাষার একটি শিলালিপি মসজিদের ভিতরে পাওয়া গিয়েছিল কিন্তু এর অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি।
কিভাবে যাবেন
চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার সদর থানার অধীনে উলচাপাড়া গ্রামে উলচাপাড়া মসজিদটি(Ulchapara Jami Mosjid) অবস্থিত।