১৮৭৫ সালে ফেনী মহকুমা প্রতিষ্ঠিত হলে তার সদর দপ্তর গড়ে তোলা হয় এই রাজাঝির দীঘির(Rajajhir Dhigi) পাড়ে । দীঘির পাড়ে বর্তমানে ফেনী সদর থানা, ফেনী কোর্ট মসজিদ,অফিসার্স ক্লাব,জেলা পরিষদ পরিচালিত শিশু পার্ক সহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন গড়ে উঠেছে ।এ দীঘিটি ফেনীর ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের একটি। দীঘিটি ফেনী শহররের গুরুত্বপূর্ণ তিনটি রাস্তা
ফেনী শহরের জিরো পয়েন্টে এ দিঘীর অবস্থান ।জনশ্রুতি আছেত্রিপুরা মহারাজের প্রভাবশালী একজন রাজার কন্যার অন্ধত্ব দুর করার মানসে প্রায় ৫/৭ শত বছর পূর্বে এ দীঘি খনন করা হয় বলে ।স্থানীয়ভাষায় কন্যা-কে ঝি বলা হয় । ১৮৭৫ সালে ফেনী মহকুমা প্রতিষ্ঠিত হলে তারসদর দপ্তর গড়ে তোলা হয় এই রাজাঝির দীঘির পাড়ে । দীঘির পাড়ে বর্তমানে ফেনীসদর থানা, ফেনী কোর্ট মসজিদ,অফিসার্স ক্লাব,জেলা পরিষদ পরিচালিত শিশু পার্কসহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন গড়ে উঠেছে । মোট ১০.৩২ একর আয়তন বিশিষ্ট এদীঘিটি ফেনীর ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের একটি ।
আবাসন ব্যবস্থাঃ
১)ফেনীসার্কিট হাউস(দর্শনীয় স্থান সংলগ্ন)
২)জেলা পরিষদ ডাক বাংলো (দর্শনীয় স্থান হতে১কিলোমিটার দূরে মিজান রোডে অবস্থিত, রিক্সাবাসিএনজি অটো রিক্সা যোগে আসা -যাওয়া করা যায়)।
৩) এলজিইডি রেস্ট হাউস(দর্শনীয় স্থান হতে ৩ কিলোমিটার দূরে ফেনী কুমিল্লা রোডের পাশে অবস্থিত, রিক্সা বা সিএনজি অটো রিক্সা যোগে আসা -যাওয়া করা যায়)।
৪) পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস (দর্শনীয় স্থান হতে ২ কিলোমিটার দূরে এস,এস,কে রোডের পাশে অবস্থিত, রিক্সা বা সিএনজি অটোরিক্সা যোগে আসা- যাওয়া করা যায়)।
৫) পল্লী বিদ্যু সমিতির রেস্ট হাউস,মহিপাল মোড় হতে প্রায় ১কি:মি: দক্ষিণেহাইওয়ের পাশে অবস্থিত।(দর্শনীয় স্থান হতে 04 কিলোমিটার দূরে ফেনী কুমিল্লারোডের পাশে অবস্থিত, রিক্সা বা সিএনজি
অটো রিক্সা যোগে আসা- যাওয়া করা যায়)।
৬) হোটেল মিড নাইট,জহিরিয়া মসজিদ মার্কেট,এস,এস,কে রোড, আলাপনিঃ ০৩৩১-৬২২২৩/ ০১৭৩৩-৫৮৫৯৫৬ (দর্শনীয় স্থান হতে ১ কিলোমিটার দূরে এস,এস,কে রোডের পাশে অবস্থিত,
রিক্সা বা সিএনজি অটো রিক্সা যোগে আসা -যাওয়া করা যায়)।
৭) হোটেল গাজী ইন্টারন্যাশনাল,এস,এস,কে রোড,ফেনী , আলাপনিঃ ০৩৩১-৬২৪১৫/০১৭১১-১২৩৪৫৪/ ০১৭১৪-২৬৭৩০৫ (দর্শনীয় স্থান হতে ১ কিলোমিটার দূরে এস,এস,কেরোডের পাশেঅবস্থিত, রিক্সা বা সিএনজি অটোরিক্সা যোগে আসা- যাওয়া করা যায়)।
কিভাবে যাবেনঃ
১) রেলওয়ে স্টেশন থেকে রিক্সা যোগে যাওয়া যায় (ভাড়া-০৫.০০ টাকা)
২) মহিপাল বাসষ্ট্যান্ডথেকে রিক্সা যোগে(ভাড়া-১০.০০ টাকা) এবংসিএনজি যোগে(ভাড়া ৫০.০০টাকা) আসা- যাওয়া করা যায়।