হাদিস পার্ক – খুলনা

শহীদ হাদিস পার্ক(Hadis Park) বাংলাদেশের খুলনা জেলার খুলনা শহরের বাবুখান রোডে বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার পশ্চিম পার্শ্বে অবস্থিত একটি পার্ক যা ১৮৮৪ সালে খুলনা পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পরে শহরবাসীর বিনোদনের জন্য পৌরসভা কর্তৃপক্ষ ‘খুলনা মিউনিসিপ্যাল পার্ক’ নামে প্রতিষ্ঠা করে। পরে ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানের সময় আইয়ুব বিরোধী মিছিলে পুলিশ গুলিতে নিহত শহীদ শেখ হাদিসুর রহমান বাবুর নামে নামকরণ করা হয়। শহীদ হাদিস পার্কে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নতুন শহীদ মিনার তৈরি করা হয়েছে।

পার্কের ঠিক সাথেই সাদা রঙের নগর ভবন। বাধাই করা বিশাল এক লেক। এর চারপাশ দিয়ে ঘুরা যায়। ঠিক লেকের উপরে একটা শহীদ মিনার। তার পাশে বিশাল পানির ফোয়ারা। বেশ কিছু দূরে একটা ওয়াচ টাওয়ার।এর উপরে উঠলে পুরো পার্ক এক নজরে দেখা যায়।

খুলনা ঘুরতে গেলে এই পার্কে এক চক্কর দেওয়াটা একদমই মিস করা উচিত হবে না।

যেভাবে যাবেন :

ঢাকা বা যে কোন শহর থেকে খুলনাগামী বাসে উঠে খুলনায়। এরপর রিক্সা বা ব্যাটারি চালিত টমটম গুলিকে বললেই হাদিস পার্কে নিয়ে যাবে।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: ভ্রমণ পাগল,
সর্বশেষ আপডেট হয়েছে: ফেব্রুয়ারি 23, 2018

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.