প্রকৃতির সৌন্দর্যের অপরুপ লীলাভূমি ও সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র বরগুনার সোনারচর ইকোপার্ক (Sonar Chor Eco Park), সোনারচর সমুদ্র সৈকত (Sonar Chor Sea Beach) ও সোনারচর ম্যানগ্রোভ বন (Sonar Chor Mangrove Forest)। সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ বন ও বিভিন্ন বন্য প্রাণী দেখার সুযোগ থাকায় অল্প কিছু দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে সোনাকাটা / সোনারচরের (Sonakata/Sonar Chor) পর্যটন কেন্দ্রটি।
বরগুনা জেলার তালতলী উপজেলার সর্বদক্ষিনে সোনাকাটা ইউনিয়নের টেংরাগিরি ফাতরার বনের দক্ষিন অংশ বঙ্গোপসাগরের কোল ঘেষে ওঠা এ চরটির নামই সোনারচর। স্থানীয়ভাবে এ বন ফাতরার বন নামে পরিচিত। যা ১৩ হাজার একর জুড়ে বির্তৃত। সমূদ্রতীরের এ সোনারচর দক্ষিন ও পশ্চিমে দুদিকেই বঙ্গপোসাগর,পূর্বে নীলগঞ্জ নদীর মোহনা ও উত্তর দিকে খাল দ্বারা মূল ভূ-খন্ড থেকে বিভাজিত।
বন ও সমূদ্রের অপূর্ব সম্মিলন ঘটেছে এ সোনার চরে। আনন্দ বিনোদনের জন্য শীতের মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে অগনিত পর্যটক। তাদের পদচারনায় মুখরিত হয়ে উঠে সোনার চরের ইকোপার্ক।
এ চরে সূর্যাস্থের সোনালী আভা বনের বৃক্ষরাজিতে সোনালী বিচ্ছুরন ঘটায়। সোনারচরের সৌন্দর্য্য যারা একবার উপভোগ করেছে তারা শত বাধা উপেক্ষা করে সেখানে আসে বারবার। প্রাকৃতিক ও বন বিভাগের সৃজিত এ বনে বিভিন্ন প্রকার বনজ বৃক্ষ রয়েছে।
বৃক্ষগুলোর মধ্যে সুন্দরী,গেওয়া,গনি,কেওড়া,সিংরা,হেতাল ও সেগুনসহ বিভিন্ন প্রজাতির গাছ। সবুজে ঘেরা এ বনে রয়েছে নানা রকম বন্য প্রানী। এদের মধ্যে শিয়াল,বানর,ভাল-ুক,বেজী,কাঠবিড়ালী,বনমোরক ও বনবিড়ালসহ নানা প্রানী।
ডালে ডালে নানা প্রজাতির পাখির কিচির মিচির শব্দ পর্যটকদের মনে অপার্থিব আনন্দ বয়ে আনে।এ ছাড়াও ২০১২ সালে সরকারী অর্থায়নে বনের মধ্যে বেস্টনী করে রেখেছে হরিন,চিতাবাঘ,শুকর। বনের মধ্যে মিঠা পুকুরে কুমির প্রজনন কেন্দ্র তৈরি করে রেখেছে কুমির।
ইকোপার্কের এসব প্রানী প্রদর্শন করলে মন জুড়িয়ে যায় পর্যটকদের। ইকোপার্কের অবমুক্ত করা বিভিন্ন প্রানিসহ পুরো ইকোপার্কের সৌন্দর্য ঘুরে দেখতে প্রায় ৫/৬ ঘন্টা সময় লাগে।
ইকোপার্কের মধ্য দিয়ে বয়ে যাওয়া পাকা রাস্তা দিয়ে হেটে যেতে হয় সমুদ্র সৈকতে। যেখানে দেখা যাবে বিশাল বেলাভূমি। জোয়ারের সময় সবুজ বেষ্টনী ৭/৮ ফুট পানির নিচে তলিয়ে যায় । ফলে এক অভূতপূর্ব নৈসর্গিক দৃশ্যের সৃষ্টি হয় । এ সমুদ্র সৈকতে নিরাপদ স্নান, সান বাথসহ একই জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত অবলোকন করা যায় । এ সৈকত থেকে নৌযানে সমুদ্র ভ্রমণ সম্ভব ।
কিভাবে যাবেন
তালতলী থেকে ১৫ কিলোমিটার দক্ষিনে সোনারচরের ইকোপার্ক। এ সড়কের নির্মান কাজ এখনও শেষ হয়নি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নদীপথে পায়রা,বিষখালী,ও বলেশ্বর নদীর বঙ্গোপসাগরের মোহনা দিয়ে যাওযা যাবে এ সোনারচরে।