বালিয়াডাঙ্গী সূর্য্যপূরী আমগাছঃ(Baliadangi Surajpuri Amgach) প্রায় ২০০ বছরের পুরনো সূর্য্যপূরী আমগাছটি বালিয়াডাঙ্গী উপজেলায় ভারতের সীমান্তবর্তী হরিণ মারি গ্রামে অবস্থিত। গাছটি প্রায় ২.৫ বিঘা জমির উপর বিস্তৃত। গাছটির শাখা-প্রশাখা অশ্বহ্থ গাছের মত মাটির দিকে ঝুঁকে পরার প্রবনতা লক্ষ করা যায়। এটিকে এশিয়া মহাদেশের সর্ববহৎ আমগাছ বলা যায়।
অবস্থানঃ
বালিয়াডাঙ্গী সূর্য্যপূরী আমগাছঃ প্রায় ২০০ বছরের পুরনো সূর্য্যপূরী আমগাছটি বালিয়াডাঙ্গী উপজেলায় ভারতের সীমান্তবর্তী হরিণ মারি গ্রামে অবস্থিত।
বালিয়াডাঙ্গী সূর্য্যপূরী আমগাছ – ঠাকুরগাঁও, সম্পর্কে পর্যটকদের রিভিউ।