রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত শহীদ জিয়া শিশুপার্ক(Shahid Zia Shishu Park) বা ঢাকা শিশুপার্ক ঢাকার সবচেয়ে প্রাচীন শিশু পার্ক যা শিশু-কিশোরদের আনন্দ বিনোদনের অন্যতম কেন্দ্র। শিশুদের বিনোদনের জন্য সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এটি দেশের প্রথম শিশুপার্ক যা ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সাল থেকে যাত্রা শুরু করে।
১ জানুয়ারি ২০১৯ থেকে শহীদ জিয়া শিশুপার্ক আধুনিকায়নের কাজ চলছে । এ কাজ শেষ হতে লাগবে এক বছর। তাই পুরো ১ বছরের জন্য শিশুপার্কটি বন্ধ রয়েছে।
শাহবাগেরর শহীদ জিয়া শিশুপার্ক বা ঢাকা শিশুপার্কের সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে সপ্তাহে একটি দিন (প্রতি বুধবার) সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিশুদের বিনামূল্যে প্রবেশ করতে দেয়া হয়।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে ১৫ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এ পার্কটির সার্বিক তত্ত্বাবধান ও দায়িত্ব পালন করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন। চারিদিকে সবুজে ঘেরা এ পার্কটিতে রয়েছে প্রকৃতির ছোঁয়া ও প্রচুর খোলামেলা জায়গা, যেখানে শিশুরা দৌড়াদৌড়ি করতে পারে, খেলতে পারে অন্য শিশুদের সাথে ।
শহীদ জিয়া শিশুপার্ক বা ঢাকা শিশু পার্কটিতে ১২ টি রাইড রয়েছে। যেখানে একটি খেলনা ট্রেন, একটি গোলাকার মেরি গো রাউন্ড রাইড ও একাধিক হুইল রাইড রয়েছে। ১৯৯২ সালে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে উপহার হিসাবে দেওয়া হয় একটি জেট বিমান যা এ পার্কের আকর্ষন আরো বৃদ্ধি করেছে।
শহীদ জিয়া শিশুপার্ক বা ঢাকা শিশুপার্কের আসপাশের বিভিন্ন বিনোদন কেন্দ্র ও ঐতিহাসিক স্থান যেমন জাতীয় জাদুঘর, রমনা পার্ক, সোহ্রাওয়ার্দী উদ্যান, তিন নেতার মাজার, অপরাজেয় বাংলা, কেন্দ্রীয় শহীদ মিনার হতে পারে আপনার ও আপনার শিশুর জন্য উৎকৃষ্ট দর্শনীয় স্থান ও বেড়ানোর জায়গা।
শহীদ জিয়া শিশুপার্ক বা ঢাকা শিশুপার্কের প্রবেশ ও রাইড ফি – শহীদ জিয়া শিশুপার্কে প্রবেশ মূল্য জনপ্রতি ৮ টাকা, প্রতিটি রাইডে চড়ার জন্য মাথাপিছু ৬ টাকার টিকিট দরকার হয়।
শহীদ জিয়া শিশুপার্ক খোলা – বন্ধের সময়সূচী:
- অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত পার্কটি সপ্তাহের প্রতি সোম থেকে শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে ।
- আর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রতি সোমবার থেকে শনিবার দুপুর ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ।
- শুক্রবার দুপুর ২.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭ .৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে ।
শহীদ জিয়া শিশুপার্ক কিভাবে যাবেন :
ঢাকার যেকোন স্থান থেকে শিশু পার্কে আসতে হলে প্রথমে ঢাকা শাহবাগে আসতে হবে। শাহবাগ গোল চত্বরে নেমে পূর্ব দিকে কিছুক্ষন হাটলেই ঢাকা শিশু পার্ক লেখা বিশাল একটি গেট চোখে পড়বে । গেটে গিয়ে টিকেট কেটে ভেতরে প্রবেশ করা যাবে।
সতর্কতা : এখানে প্রতিদিন অনেক মানুষ ঘুরতে আসে তাই শিশুদের একা একা ছেড়ে দেয়া বিপদজনক । শিশুদের সবসময় চোখে চোখে এবং নিজের সাথে রাখুন । এখানকার খাবার খুব স্বাস্থ্যসম্মত নাও হতে পারে সেজন্য শিশুর জন্য বাসা থেকে খাবার এবং নিরাপদ পানি সাথে নিয়ে নিন ।