লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক (Luis Village Resort and Park) জামালপুর শহরের প্রাণকেন্দ্র বেলটিয়া এলাকায় নির্মিত ময়নসিংহ বিভাগের তথা জামালপুর জেলার সর্বাধুনিক বিনোদন কেন্দ্র। ইতোমধ্যেই এ বিনোদন কেন্দ্রটি জামালপুর ছাড়িয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ভ্রমন পিয়াসিদের নজর কেড়েছে।
সুনিবিড় ছায় ঘেড়া এ লুইস ভিলেজ রিসোর্ট এ্যান্ড পার্কটিতে বিনোদনের জন্য পার্কে থাকছে বাম্পার কার, মেরী গো রাউন্ড, সুইং চেয়ার, মিনি ট্রেন, ফ্যামেলি ট্রেন, ওয়ান্ডার হুইল, কফি কাপ এবং পুকুরে রাখা ইলেকট্রিক বোট ও পেডেল বোটসহ মোট ১৪টি রাইড। চীন ও দেশে তৈরি সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই রাইডগুলো শিশু নারীসহ সকলের বাড়তি বিনোদনের হিসাবে কাজ করছে।
এছাড়াও পার্কের ভিতরে খাবার দাবাড়ের জন্য থাকছে উন্নত ও পরিচ্ছন্ন রেস্টুরেন্ট, ফাস্টফুডের ব্যবস্থা, রাত্রি যাপন কিংবা বিশ্রামের জন্য থাকছে রেস্ট হাউস/ রিসোর্ট, কর্পোরেট লেভেলের যে কোন অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে কনভেনশন সেন্টার। তাছাড়া শিশুদের খেলনা ও জামালপুরের খ্যাতি সম্পন্ন হস্ত শিল্পের দোকান রয়েছে এ পার্কের ভিতরে।
লুইস ভিলেজ রিসোর্ট এ্যান্ড পার্কে প্রবেশ মূল্য মাত্র একশত টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।
যোগাযোগ – 01712-012848