রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড – কক্সবাজার

সাগর ও মিঠা পানির বর্ণিল রাজাত্ব এ রেডিয়েন্ট ফিশ  ওয়ার্ল্ড (Radiant Fish World)  যা বাংলাদেশের প্রথম মেরিন ফিশ অ্যাকুরিয়াম (Marine Fish Aquarium)। ঝলমলে শতাধিক ছোট-বড় অ্যাকুরিয়াম নিয়ে নান্দনিক শিল্পকর্ম ও বৈদ্যুতিক আলোয় সুড়ঙ্গের মতো সাজানো, নানা জাতের মাছ।  এ যেন সাগরতলের এক আশ্চর্য জগত। এ যেন সাগর তলের বর্ণিল রাজত্ব। চারদিকে নানা প্রজাতি মাছের রাজ্য, যেন সাগর তলদেশের জীবন্ত প্রতিচ্ছবি।

কক্সবাজার শহরের ঝাউতলায় নির্মিত রেডিয়েন্ট ফিশ অ্যাকুরিয়াম কমপ্লেক্স ৮ টি জোনে ভাগ করা হয়েছে। ৮টি জোনের মধ্যে রয়েছে থ্রি-নাইন ডি মুভি দেখার নান্দনিক স্পেস, দেশী-বিদেশী নানা প্রজাতির পাখি, ছবি তোলার আকষর্ণীয় ডিজিটাল কালার ল্যাব, মার্কেটিং করার জন্য শপ, লাইভ ফিশ রেস্টুরেন্ট, প্রার্থনা কক্ষ, শিশুদের জন্য খেলাধুলার জোন, বিয়ে বা পার্টির করার কনফারেন্স হল ও ছাদে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি আয়োজন করা যাবে বার-বি কিউ। এছাড়া রয়েছে সুপরিসর পার্কিং ও লাগেজ রাখার লকার। এখানেই এসে কোন রকম বিরক্তি ছাড়াই কিভাবে নিমিষেই ৪ থেকে ৫ ঘন্টা কেটে যাবে বুঝাই যাবে না। পুরো সেন্টার নিরাপত্তা বেষ্টনী সিসিটিভির আওতায় সর্বক্ষণ নিরীক্ষণ করা হয়।

এ্যাকুরিয়ামে গেলে দেখা যাবে উপরে মাছ, ডানে মাছ, বামে মাছ।  অর্ধশতাধিক প্রজাতির মাছের ভিতর দিয়ে পথ চলতে হবে। তবে হঠাৎ সামনে এসে হাজির হতে পারে হাঙ্গর মাছ । মানুষ খেকো মাছ পিরানহা ধারালো দাঁত খুলে  হা করে  ছুটে আসতে পারে। গায়ে লেগে যেতে পারে কুচিয়া, কচ্ছপ, কাঁকড়া, আউসসহ সাগরের তলদেশের নানা কিট পতঙ্গ।

এর মাঝে সাগরের তলদেশের গাছ পালা, লতা, পাতা, গুল্ম, ফুল গায়ে পরশ লাগিয়ে দেবে। সাগরের পাহাড়, গুহা, তলদেশ উঁচু নিচু আর এলোমেলো সাগর পথ পাড়ি দিতে দুই ঘন্টা সময় ব্যয় করতে হবে।

প্রবেশ ফী – রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে দেশী পর্যটকদের জন্য ১০০০ টাকা এবং বিদেশী পর্যটকদের জন্য ২০০০ টাকা প্রবেশ মূল্য নির্ধারন করা হয়েছে। এছাড়া বয়সভেদে বাচ্চাদের জন্য রয়েছে ফ্রি ও অপেক্ষাকৃত কম মূল্যের টিকেটের ব্যবস্থা। তাছাড়াও  বিভিন্ন সময় টিকেটে ১০-৫০% ডিসকাউন্ট থাকে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন-

২৯ ঝাউতলা, প্রধান সড়ক, কক্সবাজার।
মোবাইল: 01701-289714, 01701-289711, 01701-289712, 01701-289713
email: radiantfishworld@gmail.com

রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এর বিভিন্ন অফার সম্পর্কে জানতে চোখ রাখুন – https://www.facebook.com/Radiantfishworld/

কিভাবে যাবেন

রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড অ্যাকুরিয়াম দেখতে  দেশের যেকোন প্রান্ত আপনাকে যেতে হবে কক্সবাজার। কক্সবাজারের যেকোন স্থান থেকে অনায়াসে সিএনজি/ইজিবাইক/অটোরিক্সা দিয়ে যেতে পারেন রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড -এ।

কলাতলী বীচের সড়কেই সকল যানবাহন পাবেন। সেখান থেকে যেতে হবে ঝাউতলা, প্রধান সড়ক, কক্সবাজার। ইজিবাইক রিজার্ভ নিলে ভাড়া নিবে ৫০-৭০ টাকা। লোকাল ইজিবাইকে ১০-১৫ টাকা দিয়েই চলে যেতে পারবেন ঝাউতলা। পৌষী রেস্টুরেন্ট এর সামনের মোড় থেকে হাতের বাম পাশে অল্প কয়েক কদম গেলেই পেয়ে যাবেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড।

সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্যে খোলা থাকে।

থাকবেন কোথায়

কক্সবাজারে অনেক হোটেল, মোটেল বা কটেজ আছে। বলতে পারেন কক্সবাজার হোটেলের শহর । আর সেখান থেকে আপনার ইচ্ছা মত যে কোন হোটেলে থাকতে পারবেন। কক্সবাজারে সকল হোটেল গুলোর নাম, মোবাইল নাম্বার ও ভাড়ার পরিমান জানতে এখানে ক্লিক করুন।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: আবদুর রহমান,
সর্বশেষ আপডেট হয়েছে: মার্চ 7, 2018

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.