দেড়শত বছরের পুরনো এই মঠটি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে(Rudraqar Math) অবস্থিত।ঐতিহাসিক বিশিষ্ট স্থানের মধ্যে অন্যতম এটি। এখানকার হিন্দুগণ দেশ বিভাগের পূর্বে বিশেষ ভুমিকা পালন করেন। এখানকার মঠ বিখ্যাত। প্রতি বছরই এখানে সাড়ম্বরে পূজা ও কীর্তন অনুষ্ঠান হয়ে থাকে।এই মঠটি দেখার জন্য বহু লোক আসে।
কিভাবে যাবেনঃ
শরীয়তপুর সদর থেকে ইঞ্জিন চালিত অটোতে বা রিক্সায় যাওয়া যায়।দেড়শত বছরের পুরনো এই মঠটি সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে অবস্থিত। এই মঠটি দেখার জন্য বহু লোক আসে
অবস্থানঃ
রুদ্রকর ইউনিয়ন, শরীয়তপুর ।