পঞ্চগড় সরকারি মহিলা কলেজ চত্ত্বরে ২০০০ খ্রিস্টাব্দে উক্ত কলেজের তৎকালীন অধ্যক্ষ নাজমুল হক এর প্রচেষ্টায় রকস্ মিউজিয়ামটি (Rocks Museum) প্রতিষ্ঠিত হয়। উক্ত মিউজিয়ামে পঞ্চগড় জেলার প্রত্নতাত্ত্বিক ও লোকজ সংগ্রহ রয়েছে প্রায় ১,০০০ (এক হাজার) সংখ্যক এরও বেশী।
কিভাবে যাবেনঃ
পঞ্চগড় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রিক্সাযোগে পঞ্চগড় সরকারী মহিলা কলেজ। পঞ্চগড় সরকারী মহিলা কলেজে রকস্ মিউজিয়ামটি অবস্থিত।
আহা! কোন ছবি নেই কেন? দুয়েকটা ছবি দিন, তাহলেই মানুষ বুঝতে পারবে কতটা অবহেলায় এই মিউজিয়ামটি রাখা হয়েছে। প্রয়োজনে আমার কাছ থেকে ছবি নিতে পারেন।