মির্জাপুর ক্যাডেট কলেজ (Mirzapur Cadet College) বাংলাদেশের তৃতীয় ক্যাডেট কলেজ। অন্যান্য ক্যাডেট কলেজের মতই এতেও জাতীয় পাঠ্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ক্যাডেটদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, চারিত্রিক, সাংস্কৃতিক ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে শিক্ষা সম্পূরক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। এর পাশাপাশি এ ক্যাডেট কলেজটি শিক্ষা ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ করেছে।
মির্জাপুর ক্যাডেট কলেজ ৯০o৯’ পূর্ব দ্রাঘিমারেখা এবং ২৪o৫.৩’ উত্তর অক্ষরেখা বরাবর অবস্থিত। এর উত্তরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং তিনদিকে রাজাবাড়ি গ্রাম অবস্থিত। এর পূর্ব দিয়ে বংশী নদীর একটি ছোট শাখা চলে গেছে । আর দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিয়ে চলে গেছে বারিন্দা নদী। পশ্চিম পাশ দিয়ে আবার ফুটজানি নদী এসে বারিন্দা নদীর সাথে মিশেছে।
কিভাবে যাবেন:
টাঙ্গাইল জেলাধীন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ী নামক স্থানে অবস্থিত। অতি সহজে যাতায়াতের জন্য মির্জাপুর বাসস্ট্যান্ড হতে ১০ কি. মি. ঢাকার দিকে যাওয়ার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দক্ষিন পাশে মির্জাপুর ক্যাডেট কলেজ অবস্থিত। মির্জাপুর এবং কালিয়াকৈর থেকে ১০টাকা ভাড়া দিয়ে বাস ও টেম্পু দিয়ে মির্জাপুর ক্যাডেট কলেজে যাওয়া যায়।
অবস্থান:
গোড়াই রাজাবাড়ী নামক স্থানে, মির্জাপুর, টাঙ্গাইল।