১৯৭১ সালে অতি বন্যায় মধুমতি নদীর একটি বাগের মুখে পলি জমে চর পড়ে ঐ বাগের উজানের মুখটি বন্ধ হয়ে যায়। ফলে তৈরি হয় বদ্ধ জলাশয়। ঐ জলাশয়টি মধুমতি বাওড় (Modhumoti Baor) নামে পরিচিত।
গোপালগঞ্জ জেলাধীন কাশিয়ানী উপজেলায় ধানকুড়া, রাতইল, চাপ্তা, ঘোনাপাড়া, পরানপুর, সুচাইল, তারাইল, পাংখারচর এবং চরভাটপাড়া মৌজায় মধুমতি বাওড়ের অবস্থান। এখনও বর্ষামৌসুমে এই বাওড় নদীরূপ ধারণ করে। শুষ্ক মৌসুমের ৬ কিলোমিটার দৈর্ঘ্যের এবং ৬০০ ফুট প্রস্থের বাওড়টি বর্ষাকালে প্রায় ৮ কিলোমিটার দৈর্ঘ্য ও ১২০০ ফুট প্রস্থের বাওড়ে নবরূপ লাভ করে। বাওড়টির আয়তন প্রায় ১৬২ হেক্টর।
কিভাবে যাওয়া যায়:
উপজেলা সদর হতে ১০ কিঃ মিঃ পূর্ব দিকে অবস্থিত তিলছড়া বাসস্ট্যান্ড হতে পশ্চিমে পরানপুর হাটের পাশে।