বাহাদুর শাহ পার্ক – ঢাকা

বাহাদুর শাহ পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকার পুরানো ঢাকা এলাকার সদরঘাটের সন্নিকটে লক্ষ্মীবাজারে অবস্থিত।

১৮৮৫ ইং সালের ১৭ই ফেব্রুয়ারী খাজা নবাব স্যার সলিমুল্লাহর জৈষ্ঠ পুত্র নবাবজাদা খাজা হাফিজুল্লাহ স্মরণে বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছিল এবং তৎকালীন স্মৃতিস্তম্ভের পার্কটির নামকরণ করা হয়েছিল ভিক্টোরিয়া পার্ক। ১৯৫৬ ইং সনের তৎকালীন নবাব খান বাহাদুর এই ভিক্টোরিয়া পার্কের নাম পরিবর্তন করেন এবং ১৯৫৭ ইং সন থেকে পার্কটির নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক(Bahadur Shah Park)।

বাহাদুর শাহ পার্কে দর্শনীয় জিনিসগুলোর মধ্যে রয়েছে নবাবজাদা খাজা হাফিজুল্লাহ স্মরণে তৈরী স্মৃতিস্তম্ভটি। খাজা হাফিজুল্লাহ স্মরণে নির্মিত স্মৃতিফলক। ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত ফোয়ারা। বাহাদুর শাহ পার্কের গাছপালা বেষ্টিত ছায়াঘেরা মনোরম পরিবেশ।

পরিদর্শনের সময়সূচীঃ প্রতিদিন ভোর ৫.০০ টা থেকে সকাল ৯.০০ টা পর্যন্ত। সকাল ১০.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত বিরতি। বিকাল ৩.০০ টা থেকে রাত ১০.৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। কোন প্রকার সাপ্তাহিক বন্ধ নাই।

বাহাদুর শাহ পার্ক কিভাবে যাবেন –

গুলিস্থান থেকে সদরঘাট গামী যে কোন বাস, রিক্সা কিংবা ঘোড়ার গাড়িতে করে বাহাদুর শাহ পার্ক।

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: সাফায়েত,
সর্বশেষ আপডেট হয়েছে: ফেব্রুয়ারি 7, 2018

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.