ফ্যান্টাসি আইল্যান্ড – ঢাকা

যারা রাজধানী ঢাকা কিংবা ঢাকার আশেপাশে ঘুড়ার জন্য বিনোদন কেন্দ্র খুজছেন তাদের জন্য ফ্যান্টাসি আইল্যান্ড (Fantasy Island) হতে পারে উৎকৃষ্ট জায়গা। ভাবছেন পরিবার নিয়ে যাবেন? কোন সমস্য নেই। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সি বিনোদন পিপাসু মানুষের জন্য রাজধানীর উত্তরায় (Uttara) ১৫ নম্বর সেক্টরে খালপাড়ের দিয়াবড়িতে (DiaBari/DiyaBari)  রয়েছে  একটি এমিউজমেন্ট পার্ক যার নাম ফ্যান্টাসি আইল্যান্ড। ফ্যান্টাসি আইল্যান্ড ঢাকা (Dhaka) শহরের খুব কাছে হওয়া একদিনের ট্যুরের জন্য এটি আদর্শ বিনোদন কেন্দ্র।

তিন একর জায়গার ওপর নির্মিত ফ্যান্টাসি আইল্যান্ড উত্তরায় রয়েছে ২৩টি রাইড। রাইডগুলোতে আছে ছোট-বড় সবার চড়ার সুযোগ। যদিও শিশুদের কথা মাথায় রেখেই পার্কের রাইডগুলো সাজানো হয়েছে।

লেডি বাগ ও রোলার কোস্টারের মতো কমন রাইড যেমন আছে, তেমনি দেখা যায় কিছু ভিন্নতাও। একটু ব্যতিক্রমের মধ্যে আছে বানজি জাম্প, পেন্ডুলাম, সুইং কারের মতো কিছু রাইড। আরো আছে ‘বে পাইরেট শিপ’, ‘বাম্পার কার’, ‘বাম্পার বোট’, ‘স্কাই ফল’, ‘অক্টোপাস’, ‘প্যারাট্রুপার’, ‘সেল্ফ কন্ট্রোল প্লেন’, ‘এনিমেল কিডি রাইড‘, ‘চিলড্রেন ট্রেন’, ‘জাম্পিং ফ্যান্টাসি’, ‘লেডি বাগ’, ‘টু হুইলার স্কুটি’, ‘মিনি কার’, ‘ম্যারি গো রাউন্ড’ ইত্যাদি।  ইনডোরে থাকছে এক-দুই বছর বয়সী শিশুদের রাইড। সঙ্গে ইনডোর গেমস।

পার্কের মাঝামাঝি পয়েন্টে দেখা মিলবে একটি ফিঙ্গার ফুড কর্নারের। স্পাইরাল চিপস, পপকর্নের মতো খাবার পাওয়া যাবে সেখানে। এ ছাড়া রয়েছে ইনডোর জোন। পার্কে রয়েছে পাঁচ হাজার স্কয়ার মিটারের ফুড জোন এবং ভিন্নধর্মী এক অডিটোরিয়াম। এখানে থাকবে দেশসেরা ম্যাজিশিয়ান আলী রাজের ম্যাজিক, সঙ্গে পাপেট শো। ফ্যান্টাসি আইল্যান্ড উত্তরায় রয়েছে অসাধারণ এক সুইমিং কমপ্লেক্স।

পার্কটিতে প্রবেশমূল্য ২০০ টাকা এবং বিভিন্ন রাইড থাকছে ৩০ থেকে ১০০ টাকার মধ্যে। তবে প্রতিবন্ধী ও দুই বছরের শিশুদের জন্য রয়েছে বিনামূল্যে প্রবেশের সুযোগ। এছাড়া বয়স্করাও শর্ত সাপেক্ষে এই সুযোগ পাবেন।

বিস্তরিত তথ্যের জন্য যোগাযোগ করুন – মোবাইল – 01841-242704, ওয়েব সাইট – www.fantasyislandbd.com

ফ্যান্টাসি আইল্যান্ড কিভাবে যাবেন

ঢাকা শহরের কিংবা দেশের যে কোন প্রান্ত থেকে আপনাকে প্রথমে উত্তরার  হাউস বিল্ডিং (মাসকট প্লাজা) আসতে হবে। তারপর হাউস বিল্ডিং (মাসকট প্লাজা) থেকে রিকশা অথবা টেম্পোতে চড়ে খালপাড় পর্যন্ত আসা।

ব্যক্তিগত গাড়িতে চড়ে ফ্যান্টাসি আইল্যান্ডঃ যারা উত্তরার বাইরে থেকে নিজ গাড়িতে চড়ে আসতে চান তাদের হাউস বিল্ডিং (মাসকট প্লাজা উত্তরা) থেকে সোনারগাঁও জনপদ ধরে ৩ কি.মি. পশ্চিম দিকে আসতে হবে। সোজা খালপাড় ব্রিজ পার হয়ে ৩০০ গজের মতো গেলেই হাতের বাম পাশে পড়বে ফ্যান্টাসি আইল্যান্ড।

 

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: ভ্রমণ পাগল,
সর্বশেষ আপডেট হয়েছে: জুন 29, 2018

ফ্যান্টাসি আইল্যান্ড – ঢাকা, সম্পর্কে পর্যটকদের রিভিউ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.