ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একটি গ্রাম নলডাঙ্গা। মোগল সম্রাট আকবরের আমলে মোহাম্মদ শাহী পরগনার রাজধানী ছিল নলডাঙ্গা।নলডাঙ্গা রাজবাড়ির(Naldanga Rajbari Resort) শেষ রাজা ছিলেন প্রমথ ভূষণ রায় বাহাদুর। যে রাজ্য রক্ষার জন্য সৈন্য বাহিনী ছিল, সে রাজ্য নেই। রাজপ্রাসাদ রক্ষার জন্য চারদিকে যে পরিখা খনন করা হয়েছিল সেই প্রাসাদও আজ নেই। বাঁচার জন্য বেগবতী নদীর সাথে যে সংযোগ সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল তাও মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে অনেক আগেই।
এখন রাজপ্রাসাদ না থাকলেও সাতটি মন্দির আজও রাজবাড়ির সাক্ষী হয়ে আছে।
রাজার স্মৃতি ধরে রাখার জন্য রাজার স্নেহধন্য পার্শ্ববর্তী তৈলকুপ গ্রামের পাতা মিয়ার পরিকল্পনা অনুযায়ী তার গ্রামের বাড়িতে ২০ একর জমির উপর একটি নলডাঙ্গা রাজবাড়ির আদলে রিসোর্ট এবং গবেষণা কেন্দ্র ও একটি বিনোদন পার্ক নির্মাণ কাজ শুরু করেন। নাম দিয়েছেন নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট ও প্রাচীন স্থাপত্য গবেষণা কেন্দ্র।
পিকনিক, আনন্দ ভ্রমণ, ফ্যামিলি পার্টি, শিক্ষা সফর, অনুষ্ঠান আয়োজনসহ নানাবিধ কর্মকান্ডে উৎসব মুখরিত প্রতিদিন এন আর বি রিসোর্টের মায়াময় বর্ণিল পরিবেশ। চিলড্রেন পার্কে চলছে আবাল বৃদ্ধ বণিতাসহ সবার রাইডে চড়ার প্রতিযোগিতা আর পাহাড়ের আকর্ষণীয় হাতছানি কাউকে কাউকে দিচ্ছে পাগল করে! মনকাড়া ঝর্ণার জলে কেউ কেউ হচ্ছে সুশীতল! আবার কেউ কেউ বা মনের অজান্তেই হারিয়ে যাচ্ছে এন আর বি-র বিশাল আয়তনের ফল-ফুল শোভিত সবুজাভ বাহারি বৃক্ষরাজির মাঝে! অন্যদিকে সন্ধ্যার আলো-আঁধারিতে এন আর বি-র প্রাঙ্গণ জুড়ে তৈরি হয় এক স্বপ্নময় মায়াবী পরিবেশ। এ যেন আপনার বাড়ির কাছের এক অজানা আরশি নগর!
যোগাযোগ:০১৭৮৮৭৭৮৮১৬ অথবা ০১৯১৪৬৭১৩১০
অবস্থানঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একটি গ্রাম নলডাঙ্গা।